রাজধানীর ইস্কাটনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা ২ ব্যক্তি নিহত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৯: ৫৫
Thumbnail image

রাজধানীর ইস্কাটনে ইস্টার্ন টাওয়ারের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি মারা গেছেন। নিহতদের নাম-ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় দুজন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ইস্টার্ন টাওয়ারের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় বাইকে থাকা দুজন মারা গেছেন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে। বিস্তারিত এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।

এদিকে ঘটনাস্থল থেকে কয়েকজন জানান, একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এরপর ট্রাকটি মগবাজারের দিকে পালিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত