উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানে হাত-পায়ের রগ কেটে বাসা ভাড়ার টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল হোতা মিজু আহম্মেদকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৪ মার্চ) মধ্যরাতে দক্ষিণখানের ফায়দাবাদের চুয়ারির টেক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মিজু আহম্মেদ রাজধানীর দক্ষিণখানের বিল্লাল হোসেনের ছেলে।
আজ মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে এ তথ্য জানিয়েছে র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহফুজুর রহমান।
র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, গত ২৬ জানুয়ারি বাসা ভাড়ার ১২ হাজার টাকা নিয়ে বের হন ফয়সাল। পরে পূর্বশত্রুতার জের ধরে কোটবাড়ি এলাকায় রানা ওরফে থাবালা রানা লাঠি দিয়ে মেরে দাঁত ফেলে দেন। মিজু আহম্মেদ তাঁর সঙ্গে থাকা চাপাতি দিয়ে ফয়সালের ডান হাতের রগ কেটে দেন। কোরবান আলী ভুক্তভোগীর দুই পায়ের হাঁটুর নিচের রগ কেটে দেন। পরে ভুক্তভোগী মাটিতে লুটিয়ে পড়লে লাঠিপেটা করে তাঁর সঙ্গে থাকা ১২ হাজার টাকা নিয়ে যান। পরবর্তীতে ফয়সালের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে আসামিরা পালিয়ে যান।
সহকারী পুলিশ সুপার আরও বলেন, তখন আশপাশের লোকজন ফয়সালকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে ও পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা জয়নব বিবি বাদী হয়ে গত ৩০ জানুয়ারি বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা করেন।
সিনিয়র এএসপি মাহফুজুর রহমান বলেন, পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ ঘটনার অন্যতম হোতা মিজু আহম্মেদকে দক্ষিণখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
রাজধানীর দক্ষিণখানে হাত-পায়ের রগ কেটে বাসা ভাড়ার টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল হোতা মিজু আহম্মেদকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৪ মার্চ) মধ্যরাতে দক্ষিণখানের ফায়দাবাদের চুয়ারির টেক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মিজু আহম্মেদ রাজধানীর দক্ষিণখানের বিল্লাল হোসেনের ছেলে।
আজ মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে এ তথ্য জানিয়েছে র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহফুজুর রহমান।
র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, গত ২৬ জানুয়ারি বাসা ভাড়ার ১২ হাজার টাকা নিয়ে বের হন ফয়সাল। পরে পূর্বশত্রুতার জের ধরে কোটবাড়ি এলাকায় রানা ওরফে থাবালা রানা লাঠি দিয়ে মেরে দাঁত ফেলে দেন। মিজু আহম্মেদ তাঁর সঙ্গে থাকা চাপাতি দিয়ে ফয়সালের ডান হাতের রগ কেটে দেন। কোরবান আলী ভুক্তভোগীর দুই পায়ের হাঁটুর নিচের রগ কেটে দেন। পরে ভুক্তভোগী মাটিতে লুটিয়ে পড়লে লাঠিপেটা করে তাঁর সঙ্গে থাকা ১২ হাজার টাকা নিয়ে যান। পরবর্তীতে ফয়সালের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে আসামিরা পালিয়ে যান।
সহকারী পুলিশ সুপার আরও বলেন, তখন আশপাশের লোকজন ফয়সালকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে ও পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা জয়নব বিবি বাদী হয়ে গত ৩০ জানুয়ারি বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা করেন।
সিনিয়র এএসপি মাহফুজুর রহমান বলেন, পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ ঘটনার অন্যতম হোতা মিজু আহম্মেদকে দক্ষিণখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
বরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষীসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
১৫ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
৩৮ মিনিট আগে