সাভার (ঢাকা) প্রতিনিধি
শুধুমাত্র মাদকের কারবারের জন্যই একটি বাসা ভাড়া নিয়ে গোডাউন বানানো হয়েছিল। ভাড়া বাসা থেকে নিজের বাড়ির দূরত্ব বেশি না হলেও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নির্বিঘ্নে মাদকের কারবারের জন্যই এই পথ বেছে নিয়েছেন সাভারের এক মাদক কারবারি। আর এটিই ছিল তাঁর একমাত্র পেশা।
মাদকের একটি চালানসহ মো. জাহাঙ্গীর আলম (৫০) নামের ওই কারবারিকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) আমিনুল মৃধা।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁর ভাড়া বাসার সেই গোডাউনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. জাহাঙ্গীর আলম সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জনতা হাউজিং এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ বলছে, জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৩ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে জব্দ করা হয়েছে। তেঁতুলঝোড়ার জনতা হাউজিং এলাকায় তাঁর নিজের একটি বাড়ি থাকলেও সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় আরও একটি বাসা ভাড়া নিয়ে সেখানেই মাদকের গোডাউন বানিয়েছিলেন তিনি। তিন রুমের একটি ব্যাচেলর ফ্ল্যাটে একটি রুম ভাড়া নিয়েছিলেন তিনি। সেখানে অভিযান চালিয়েই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল মৃধা বলেন, ‘প্রায় ৮ বছর ধরে মাদক কারবারের সাথে জড়িত এই জাহাঙ্গীর আলম। তাঁকে চট্টগ্রাম এলাকা থেকে মাদকের চালান এনে দিত আরেক সহযোগী। তাঁকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তাঁর সহযোগীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।’
শুধুমাত্র মাদকের কারবারের জন্যই একটি বাসা ভাড়া নিয়ে গোডাউন বানানো হয়েছিল। ভাড়া বাসা থেকে নিজের বাড়ির দূরত্ব বেশি না হলেও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নির্বিঘ্নে মাদকের কারবারের জন্যই এই পথ বেছে নিয়েছেন সাভারের এক মাদক কারবারি। আর এটিই ছিল তাঁর একমাত্র পেশা।
মাদকের একটি চালানসহ মো. জাহাঙ্গীর আলম (৫০) নামের ওই কারবারিকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) আমিনুল মৃধা।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁর ভাড়া বাসার সেই গোডাউনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. জাহাঙ্গীর আলম সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জনতা হাউজিং এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ বলছে, জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৩ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে জব্দ করা হয়েছে। তেঁতুলঝোড়ার জনতা হাউজিং এলাকায় তাঁর নিজের একটি বাড়ি থাকলেও সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় আরও একটি বাসা ভাড়া নিয়ে সেখানেই মাদকের গোডাউন বানিয়েছিলেন তিনি। তিন রুমের একটি ব্যাচেলর ফ্ল্যাটে একটি রুম ভাড়া নিয়েছিলেন তিনি। সেখানে অভিযান চালিয়েই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল মৃধা বলেন, ‘প্রায় ৮ বছর ধরে মাদক কারবারের সাথে জড়িত এই জাহাঙ্গীর আলম। তাঁকে চট্টগ্রাম এলাকা থেকে মাদকের চালান এনে দিত আরেক সহযোগী। তাঁকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তাঁর সহযোগীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।’
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৩২ মিনিট আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
১ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
১ ঘণ্টা আগে