Ajker Patrika

রাজধানীর ধানমন্ডিতে হাতেনাতে আটক ৫ ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ধানমন্ডিতে হাতেনাতে আটক ৫ ছিনতাইকারী

রাজধানীর ধানমন্ডি থানার মিরপুর রোড ও ৮ নম্বর সড়কে ছিনতাইয়ের চেষ্টার সময় পৃথক দুটি ঘটনায় পাঁচজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ দুই ঘটনায় ধানমন্ডি থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

গতকাল রোববার স্থানীয়দের সহযোগিতায় ছিনতাইকারীদের হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আল আমিন, মো. রাকিব, মো. নাজমুল খান, মো. মাসুদ। তাদের প্রত্যেকের বয়স ১৮ বছর। এ ছাড়া অপর এক ঘটনায় মো. রিপন (২১) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) মো. রাসেল। তিনি বলেন, ‘রোববার সন্ধ্যা ও মধ্যরাতে রাতে দুটি পৃথক ঘটনায় ছিনতাইয়ের চেষ্টাকালে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। দুই ঘটনায় ভুক্তভোগীরা বাদী হয়ে মামলা করেছেন।’

তিনি আরও বলেন, ‘গতকাল রোববার মধ্যরাতে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা সময়ে হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। মিরপুর রোডে এক রিকশা যাত্রীকে কয়েকজন যুবক অস্ত্রের মুখে পকেটের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অস্ত্রের মুখে মোবাইল ছিনতাইয়ে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছিনতাই হওয়া মোবাইল ও চাকু উদ্ধার করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত