নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সংবাদ কভার করতে গিয়ে গাড়ি পার্কিং নিয়ে প্রায়শ বিড়ম্বনায় পড়তে হয় সাংবাদিকদের। এবার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সাংবাদিকদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করে দেওয়ার কথা জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
রোববার (২ জুলাই) বাংলাদেশে প্রথম ফিরতি ফ্লাইটে আসা হজ যাত্রীদের অভ্যর্থনা জানানোর পর বেবিচক চেয়ারম্যান এ কথা জানান। এর আগে একাধিক সাংবাদিক বিমানবন্দরে গাড়ি পার্কিং করতে গিয়ে সমস্যায় পড়েছেন বলে জানান।
এম মফিদুর রহমান বলেন, ‘পার্কিং এলাকায় গাড়ি রাখার জন্য একটা জায়গা করে দেব। এটা শুধু ব্রিফিং, সংবাদ সম্মেলন বা ইভেন্টের জন্য প্রযোজ্য হবে।’
হজযাত্রীদের ফেরা নির্বিঘ্ন করতে টাস্কফোর্স গঠন করা হয়েছে জানিয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের হাজিরা হজ শেষে আজকে থেকে দেশে আসতে শুরু করেছেন। আপনারা জানেন, ১১৩টি ফ্লাইটে ১ লাখ ১৩ হাজার ৬৬৬ জন হজ পালন করতে গিয়েছেন। আসার পরে বিমান ও পর্যটন মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশন ও সব এয়ারলাইনসের পক্ষ থেকে টাস্কফোর্স গঠন করে হাজিদের আমরা অভ্যর্থনা জানাচ্ছি। হাজিদের ইমিগ্রেশন, লাগেজ সংগ্রহ যেন নির্বিঘ্ন হয় সেই ব্যবস্থা করেছি।’
হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে এসেছেন ৩৩৩ জন হাজি। ফ্লাইনাস এয়ারলাইনসের একটি ফ্লাইট রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের নিয়ে অবতরণ করে। এ সময় প্রত্যেক হাজিদের হাতে পাঁচ লিটারের জমজমের পানির একটি বক্স দেওয়া হয়েছে।
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে গত শুক্রবার। এবার একে একে হাজিদের দেশে ফেরার পালা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি হজ ফ্লাইট সোমবার (৩ জুলাই) ভোর ৬টা ৫ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে দেশে ফেরার কথা রয়েছে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ করতে গেছেন। তাঁদের বহন করতে ৩২৫টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনস ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করেছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সংবাদ কভার করতে গিয়ে গাড়ি পার্কিং নিয়ে প্রায়শ বিড়ম্বনায় পড়তে হয় সাংবাদিকদের। এবার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সাংবাদিকদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করে দেওয়ার কথা জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
রোববার (২ জুলাই) বাংলাদেশে প্রথম ফিরতি ফ্লাইটে আসা হজ যাত্রীদের অভ্যর্থনা জানানোর পর বেবিচক চেয়ারম্যান এ কথা জানান। এর আগে একাধিক সাংবাদিক বিমানবন্দরে গাড়ি পার্কিং করতে গিয়ে সমস্যায় পড়েছেন বলে জানান।
এম মফিদুর রহমান বলেন, ‘পার্কিং এলাকায় গাড়ি রাখার জন্য একটা জায়গা করে দেব। এটা শুধু ব্রিফিং, সংবাদ সম্মেলন বা ইভেন্টের জন্য প্রযোজ্য হবে।’
হজযাত্রীদের ফেরা নির্বিঘ্ন করতে টাস্কফোর্স গঠন করা হয়েছে জানিয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের হাজিরা হজ শেষে আজকে থেকে দেশে আসতে শুরু করেছেন। আপনারা জানেন, ১১৩টি ফ্লাইটে ১ লাখ ১৩ হাজার ৬৬৬ জন হজ পালন করতে গিয়েছেন। আসার পরে বিমান ও পর্যটন মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশন ও সব এয়ারলাইনসের পক্ষ থেকে টাস্কফোর্স গঠন করে হাজিদের আমরা অভ্যর্থনা জানাচ্ছি। হাজিদের ইমিগ্রেশন, লাগেজ সংগ্রহ যেন নির্বিঘ্ন হয় সেই ব্যবস্থা করেছি।’
হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে এসেছেন ৩৩৩ জন হাজি। ফ্লাইনাস এয়ারলাইনসের একটি ফ্লাইট রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের নিয়ে অবতরণ করে। এ সময় প্রত্যেক হাজিদের হাতে পাঁচ লিটারের জমজমের পানির একটি বক্স দেওয়া হয়েছে।
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে গত শুক্রবার। এবার একে একে হাজিদের দেশে ফেরার পালা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি হজ ফ্লাইট সোমবার (৩ জুলাই) ভোর ৬টা ৫ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে দেশে ফেরার কথা রয়েছে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ করতে গেছেন। তাঁদের বহন করতে ৩২৫টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনস ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করেছে।
নেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
২২ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১ ঘণ্টা আগে