শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে একটি আঞ্চলিক সড়কে নিজস্ব ব্যবস্থাপনায় গতিরোধক নির্মাণ করার অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গতকাল রোববার গভীর রাতে গতিরোধক নির্মাণ শুরু করে প্রতিষ্ঠানটি। এরপর আজ সোমবার সকালে তাতে রঙের কাজ করা হয়।
উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মাওনা চৌরাস্তা এলাকার আল হেরা হাসপাতালের সামনে এই গতিরোধক করা হয়। অভিযোগ উঠেছে ৪০ ফুটের মধ্যে ৪ ফুট প্রস্থের দুটি গতিরোধক নির্মাণ করেছে আল হেরা হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এই সড়কে গতিরোধক নির্মাণ করায় জনদুর্ভোগ আরও বাড়বে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন জানান, স্থানীয় আল হেরা হাসপাতালের মালিক ডাক্তার আবুল হোসেন প্রভাব খাঁটিয়ে ব্যস্ততম একটি রাস্তার মধ্যে গতিরোধক নির্মাণ করেছেন। এতে জনগণের চলাচলের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে অবৈধ গতিরোধক উঠিয়ে যান চলাচল স্বাভাবিক করার দাবি করেন তিনি।
এ বিষয়ে আল হেরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আবুল হোসাইন বলেন, স্থানীয় কাউন্সিলরকে সঙ্গে নিয়ে উপজেলা প্রকৌশলীর অনুমতি নিয়ে এটি করা হয়েছে।
এ নিয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রাকিবুল আহসান বলেন, সড়ক ও জনপদ বিভাগের নির্মাণ করা রাস্তায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কোনো ধরনের সংস্কার কাজের অনুমতি দিতে পারে না। এ ধরনের মিথ্যা অভিযোগ করে থাকলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
সড়ক ও জনপদ বিভাগের গাজীপুর জেলা প্রকৌশলী খন্দকার শরিফুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করে নিজের ইচ্ছায় সড়কের মধ্যে গতিরোধক নির্মাণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গতিরোধক তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হবে।
গাজীপুরের শ্রীপুরে একটি আঞ্চলিক সড়কে নিজস্ব ব্যবস্থাপনায় গতিরোধক নির্মাণ করার অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গতকাল রোববার গভীর রাতে গতিরোধক নির্মাণ শুরু করে প্রতিষ্ঠানটি। এরপর আজ সোমবার সকালে তাতে রঙের কাজ করা হয়।
উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মাওনা চৌরাস্তা এলাকার আল হেরা হাসপাতালের সামনে এই গতিরোধক করা হয়। অভিযোগ উঠেছে ৪০ ফুটের মধ্যে ৪ ফুট প্রস্থের দুটি গতিরোধক নির্মাণ করেছে আল হেরা হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এই সড়কে গতিরোধক নির্মাণ করায় জনদুর্ভোগ আরও বাড়বে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন জানান, স্থানীয় আল হেরা হাসপাতালের মালিক ডাক্তার আবুল হোসেন প্রভাব খাঁটিয়ে ব্যস্ততম একটি রাস্তার মধ্যে গতিরোধক নির্মাণ করেছেন। এতে জনগণের চলাচলের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে অবৈধ গতিরোধক উঠিয়ে যান চলাচল স্বাভাবিক করার দাবি করেন তিনি।
এ বিষয়ে আল হেরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আবুল হোসাইন বলেন, স্থানীয় কাউন্সিলরকে সঙ্গে নিয়ে উপজেলা প্রকৌশলীর অনুমতি নিয়ে এটি করা হয়েছে।
এ নিয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রাকিবুল আহসান বলেন, সড়ক ও জনপদ বিভাগের নির্মাণ করা রাস্তায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কোনো ধরনের সংস্কার কাজের অনুমতি দিতে পারে না। এ ধরনের মিথ্যা অভিযোগ করে থাকলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
সড়ক ও জনপদ বিভাগের গাজীপুর জেলা প্রকৌশলী খন্দকার শরিফুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করে নিজের ইচ্ছায় সড়কের মধ্যে গতিরোধক নির্মাণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গতিরোধক তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হবে।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৭ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৭ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৭ ঘণ্টা আগে