Ajker Patrika

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর লালবাগ সেকশন বটতলা এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে সিরাজ (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

মৃতের শ্বশুর মো. ইকবাল হোসেন জানান, তাঁদের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার চরপাতা গ্রামে। সিরাজের বাবার নাস বাচ্চু হাওলাদার। বর্তমানে থাকত কামরাঙ্গীরচরে। এবং রড মিস্ত্রির কাজ করত সে। 

ইকবাল হোসেন আরও জানান, জানতে পেরেছি, লালবাগ সেকশনে দশতলা ভবনে কাজ করার সময় ৬ তলা থেকে ৪ তলায় পরে যায়। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। 

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির বলেন, আজ শুক্রবার বিকেলে বটতলা এলাকার একটি নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদে কাজ করছিল সিরাজ। সেখান থেকে ৪ চার তলায় পড়ে গুরুতর আহত হয়। পরে সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত