কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জের সাবেক সংসদ সদস্য মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলের হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ সোমবার সকালে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল রোববার বিকেলে পৌরসভার খঞ্জনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম তৌহিদুল ইসলাম রিমন (৩২)। তিনি ভাদগাতী এলাকার সাইদুল ইসলাম ওরফে মোসেলেহ উদ্দিন মাস্টারের ছেলে। তাঁর নামে হত্যা, অস্ত্র, ছিনতাই, মাদকসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রোববার বিকেলে রিমন ব্যাটারিচালিত অটোরিকশায় করে খঞ্জনা এলাকায় এলে ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে। পরে তারা রিমনকে টেনে-হিঁচড়ে অটোরিকশায় তুলে পাশের কুমারটেক তালতলা এলাকায় নিয়ে মৃত্যু নিশ্চিত করে সড়কের পাশে ফেলে রেখে চলে যায়।
নিহতের বাবা সাইদুল ইসলাম বলেন, ‘রোববার বিকেলের দিকে আমার ছেলে অটোরিকশায় করে খঞ্জনা এলাকায় গেলে আব্দুস সাত্তার, আলামিন, আলী হোসেন ও মাসুদের নেতৃত্বে আগে থেকেই ওত পাতে থাকা ১০ থেকে ১৫ জনের একটি দল তার ওপর হামলা করে। দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। পরে তাকে টেনে পাশের কুমারটেক নিয়ে যায়। সেখানে তার মৃত্যু নিশ্চিত করে তারা ফেলে রেখে চলে যায়।’
সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় এখনো অভিযোগ দায়ের করেননি, তবে প্রক্রিয়া চলছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘রাত পৌনে ৮টার দিকে সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ জুলাই রাতে কালীগঞ্জের ঢাকা-২৩ আসনের সাবেক সংসদ সদস্য মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলে হাবিবুর রহমান ফয়সালকে (৩২) বুকে গুলি করে হত্যা করে তৌহিদুল ইসলাম রিমন। ওই ঘটনায় নিহতদের বোন মাসুমা সুলতানা মুক্তা বাদী হয়ে রিমনকে প্রধান করে ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ৫ নম্বর আসামি তৌহিদুল ইসলাম রিমন হত্যায় অভিযুক্ত আব্দুস সাত্তার।
গাজীপুরের কালীগঞ্জের সাবেক সংসদ সদস্য মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলের হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ সোমবার সকালে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল রোববার বিকেলে পৌরসভার খঞ্জনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম তৌহিদুল ইসলাম রিমন (৩২)। তিনি ভাদগাতী এলাকার সাইদুল ইসলাম ওরফে মোসেলেহ উদ্দিন মাস্টারের ছেলে। তাঁর নামে হত্যা, অস্ত্র, ছিনতাই, মাদকসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রোববার বিকেলে রিমন ব্যাটারিচালিত অটোরিকশায় করে খঞ্জনা এলাকায় এলে ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে। পরে তারা রিমনকে টেনে-হিঁচড়ে অটোরিকশায় তুলে পাশের কুমারটেক তালতলা এলাকায় নিয়ে মৃত্যু নিশ্চিত করে সড়কের পাশে ফেলে রেখে চলে যায়।
নিহতের বাবা সাইদুল ইসলাম বলেন, ‘রোববার বিকেলের দিকে আমার ছেলে অটোরিকশায় করে খঞ্জনা এলাকায় গেলে আব্দুস সাত্তার, আলামিন, আলী হোসেন ও মাসুদের নেতৃত্বে আগে থেকেই ওত পাতে থাকা ১০ থেকে ১৫ জনের একটি দল তার ওপর হামলা করে। দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। পরে তাকে টেনে পাশের কুমারটেক নিয়ে যায়। সেখানে তার মৃত্যু নিশ্চিত করে তারা ফেলে রেখে চলে যায়।’
সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় এখনো অভিযোগ দায়ের করেননি, তবে প্রক্রিয়া চলছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘রাত পৌনে ৮টার দিকে সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ জুলাই রাতে কালীগঞ্জের ঢাকা-২৩ আসনের সাবেক সংসদ সদস্য মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলে হাবিবুর রহমান ফয়সালকে (৩২) বুকে গুলি করে হত্যা করে তৌহিদুল ইসলাম রিমন। ওই ঘটনায় নিহতদের বোন মাসুমা সুলতানা মুক্তা বাদী হয়ে রিমনকে প্রধান করে ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ৫ নম্বর আসামি তৌহিদুল ইসলাম রিমন হত্যায় অভিযুক্ত আব্দুস সাত্তার।
কিশোরগঞ্জে সাবেক জেলা প্রশাসক পরিচয়ের প্রভাব খাটিয়ে ছোট ভাইকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদ এবং সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার শহরের গৌরাঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন ছোট ভাই আ. করিম মোল্লা।
৫ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে কৃষক স্বপন মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. বিল্লাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার ভোরে রাজধানীর হাজী ক্যাম্প রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগেমূল সড়কে অটোরিকশা চালানোর দাবিতে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় চালকেরা বিক্ষোভ করলে মারধরের শিকার হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে...
৩২ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
২ ঘণ্টা আগে