Ajker Patrika

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১১: ৪৩
রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক মারা গেছেন। তাঁর বয়স হবে আনুমানিক ২৫ বছর। আজ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

তাঁকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সেলিম জানান, রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়িসংলগ্ন রেললাইনের ওপর বসে ছিলেন ওই যুবক। এমন সময় কমলাপুরগামী একটি ট্রেন তাঁর ওপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর দুই পা। 

তিনি আরও জানান, দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে এসে ভর্তি করানো হয়। আশপাশের কেউ তাঁর নাম পরিচয় জানাতে পারেননি। 

চিকিৎসকের বরাত দিয়ে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, রাতে দুই পা বিচ্ছিন্ন অবস্থায় পথচারীরা ওই যুবককে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ভোরে ওই যুবক মারা যান। তাঁর নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত