ক্রেডিট কার্ডে অর্থ পাচার: সপরিবারে রন শিকদারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হাইকোর্টের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৪: ৪১
Thumbnail image

ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য রন হক সিকদার ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই আদেশ দেন।

বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিষয়টি তদন্ত করে আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য রন হক সিকদার ও তাঁর পরিবারের সদস্যদের অর্থ পাচারের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী হাসান মুহাম্মদ আবদুল্লাহ রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত