নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার অভিযোগে কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ ৩৪ নেতা-কর্মীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী সাক্ষ্য দেন।
মামলা দায়েরের ১০ বছর পর মামলায় প্রথম সাক্ষ্য দেন বাদী এসআই মো. কেরামত আলী। সাক্ষ্য শেষে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে বিচারক এ কে এম রকিবুল হাসান পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করেন।
ওই আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর বাবুল সাক্ষ্য শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর ১৮ দলের ডাকা সড়ক, রেল ও নৌপথ অবরোধের অংশ হিসেবে নেতা-কর্মীরা কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় যানবাহনের গতিরোধসহ গাড়ি ভাঙচুর করেন। একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। পুলিশ সেখানে উপস্থিত হয়ে বাধা দিলে বিএনপির নেতা-কর্মীরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন।
এ ঘটনায় পরদিন কেরানীগঞ্জ মডেল থানার এসআই কেরামত আলী বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে একই থানার এসআই অশোক কুমার ২০১৪ সালের ১৭ জুলাই ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
গত বছর ২০ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার অভিযোগে কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ ৩৪ নেতা-কর্মীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী সাক্ষ্য দেন।
মামলা দায়েরের ১০ বছর পর মামলায় প্রথম সাক্ষ্য দেন বাদী এসআই মো. কেরামত আলী। সাক্ষ্য শেষে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে বিচারক এ কে এম রকিবুল হাসান পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করেন।
ওই আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর বাবুল সাক্ষ্য শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর ১৮ দলের ডাকা সড়ক, রেল ও নৌপথ অবরোধের অংশ হিসেবে নেতা-কর্মীরা কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় যানবাহনের গতিরোধসহ গাড়ি ভাঙচুর করেন। একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। পুলিশ সেখানে উপস্থিত হয়ে বাধা দিলে বিএনপির নেতা-কর্মীরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন।
এ ঘটনায় পরদিন কেরানীগঞ্জ মডেল থানার এসআই কেরামত আলী বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে একই থানার এসআই অশোক কুমার ২০১৪ সালের ১৭ জুলাই ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
গত বছর ২০ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২৪ মিনিট আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে