ঢামেক প্রতিবেদক
রাজধানীর পল্টনে ছুরিকাঘাতে সাজু মোল্লা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত পৌনে ৩টার দিকে বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহত সাজু মোল্লা পেশায় প্রাইভেট কারের চালক। তিনি মুগদার মান্ডা কদমআলী ঝিলপাড় এলাকায় থাকতেন। তিনি গোপালগঞ্জের সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে।
সাজু মোল্লাকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর বন্ধু মো. বায়েজিদ। তিনি বলেন, বিজয়নগর এলাকায় একটি বাসার প্রাইভেট কার চালান সাজু। গতকাল রাতে সাজুর বাসা থেকে নিজের অটোরিকশায় করে বিজয়নগর নিয়ে আসেন তিনি। বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় সাজুকে নামিয়ে দিয়ে সড়কের উল্টো পাশে দোকানে গিয়ে চা পান করছিলেন। এর কয়েক মিনিট পরে সাজুর চিৎকার শুনতে পেয়ে তাঁকে খুঁজতে থাকেন। পরে স্থানীয় থানার পুলিশের সহযোগিতায় ওই এলাকার এক গলি থেকে গুরুতর আহত অবস্থায় সাজুকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বায়েজিদ বলেন, ধারণা করা হচ্ছে, সাজু ওই গলি দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। তাঁর মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেওয়ায় তাঁকে কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আজ মঙ্গলবার ভোরে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রাজধানীর পল্টনে ছুরিকাঘাতে সাজু মোল্লা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত পৌনে ৩টার দিকে বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহত সাজু মোল্লা পেশায় প্রাইভেট কারের চালক। তিনি মুগদার মান্ডা কদমআলী ঝিলপাড় এলাকায় থাকতেন। তিনি গোপালগঞ্জের সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে।
সাজু মোল্লাকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর বন্ধু মো. বায়েজিদ। তিনি বলেন, বিজয়নগর এলাকায় একটি বাসার প্রাইভেট কার চালান সাজু। গতকাল রাতে সাজুর বাসা থেকে নিজের অটোরিকশায় করে বিজয়নগর নিয়ে আসেন তিনি। বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় সাজুকে নামিয়ে দিয়ে সড়কের উল্টো পাশে দোকানে গিয়ে চা পান করছিলেন। এর কয়েক মিনিট পরে সাজুর চিৎকার শুনতে পেয়ে তাঁকে খুঁজতে থাকেন। পরে স্থানীয় থানার পুলিশের সহযোগিতায় ওই এলাকার এক গলি থেকে গুরুতর আহত অবস্থায় সাজুকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বায়েজিদ বলেন, ধারণা করা হচ্ছে, সাজু ওই গলি দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। তাঁর মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেওয়ায় তাঁকে কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আজ মঙ্গলবার ভোরে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রাজশাহীতে দলীয় সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শাহজাহান আলী (৪৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে পবা উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতাবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল...
১ মিনিট আগেআনসার সদস্য ওমর ফারুক বলেন, ‘বহির্বিভাগে ডিউটির সময় দুপুরে ওই ব্যক্তিকে বড় একটি ব্যাগ কাঁধে নিয়ে বের হতে দেখে সন্দেহ হয়। পরে তাঁকে ডাক দিলে তিনি দ্রুত হাসপাতালের বাইরের দিকে যেতে থাকেন। আমিও দ্রুত গিয়ে তাঁকে ধরে ফেলি এবং ব্যাগের মধ্যে ইনজেকশনের কার্টন দেখতে পাই। পরে তাঁকে হাসপাতালের পরিচালকের কক্ষে
৪ মিনিট আগেফরিদপুরের সদরপুরে কলেজে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সদরপুর-কৃষ্ণপুর সড়কের মোল্লাবাড়ি জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। , কলেজছাত্র, মোটরসাইকেল, ফরিদপুর, সদরপুর, দুর্ঘটনা, অটোরিকশ
২১ মিনিট আগেকুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে ঢাকায় আনার পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া সাবেক ওসি পলাতক শাহ আলমকে এখনো ধরা সম্ভব হয়নি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন...
২৭ মিনিট আগে