নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ৩০ লাখ শহীদ নিয়ে যারা প্রশ্ন তোলে, সেদিনের (মুক্তিযুদ্ধের হত্যাযজ্ঞের) দৃশ্য তারা দেখেনি। আজ শুক্রবার ‘২৫ মার্চ ১৯৭১ প্রতিরোধের প্রথম ব্যারিকেড' শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, খুব শিগগিরই ২৫ মার্চের হত্যাযজ্ঞ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে মন্ত্রী বলেন, আমরা দেখেছি গ্রামের পর গ্রাম কুকুর ছাড়া কোনো মানুষ নেই। পাক বাহিনী নদীতে বইঠা বাওয়ার শব্দ শুনলেই গুলি করত। আমরা এ জন্য নদী পাড়ি দেওয়ার সময় নৌকায় বইঠা ব্যবহার করতাম না। হাত দিয়ে নৌকা টেনে নিয়ে যেতাম। তখন আমাদের হাতে কত যে মানুষের লাশ লেগেছে, তার কোনো হিসাব নেই। সেদিনগুলোর সেই নৃশংসতা, নির্মমতা দেখেনি বলেই আজ অনেকে ৩০ লাখ নিয়ে প্রশ্ন তোলে।
এ সময় আসাদুজ্জামান খাঁন কামাল ফার্মগেটে প্রথম মুক্তিযুদ্ধের প্রথম ব্যারিকেড দেওয়ার ঘটনাও তুলে ধরেন। তিনি বলেন, আমার এবং তেজগাঁও থানা আওয়ামী লীগের ওপর ক্যান্টনমেন্ট থেকে বের হওয়ার রাস্তায় পরিখা খননের নির্দেশ এসেছিল। কিন্তু আমরা সেটা পারিনি। পরিখার বদলে আমরা ব্যারিকেড দেওয়ার সিদ্ধান্ত নেই ৷ ২৫ মার্চ বিকেল চারটা থেকে আমরা শুরু করেছিলাম। যার যা কিছু আছে তা দিয়েই আমরা ব্যারিকেড দিলাম। এরপর ফার্মগেটের গাছ দুটোও কেটে দিলাম।
এটিই মুক্তিযুদ্ধের সময়ে প্রথম প্রতিরোধ বলে জানান মন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ২৫ মার্চ পাক হানাদার বাহিনী যে আক্রমণ চালিয়েছিল, তা ছিল সুপরিকল্পিত। নিরস্ত্র ঘুমন্ত বাঙালির ওপর আক্রমণ হয়েছিল, যারা জানত না এ রকম কিছু ঘটতে পারে। এটা তো অবশ্যই গণহত্যা ৷ এই ইতিহাস পরবর্তী প্রজন্মের অবশ্যই সঠিকভাবে জানা উচিত। প্রত্যক্ষদর্শী যারা এখনো বেঁচে আছেন, তাদের যে খণ্ড খণ্ড তথ্যগুলো আমাদের দিচ্ছেন, সেগুলো লিপিবিদ্ধ হওয়া উচিত
সভার মুখ্য আলোচক ক্র্যাক প্লাটুন কমান্ডার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো ৷ এর মানেই ছিল আমরা যেন বাধা দিই, ব্যারিকেড দিই ৷ সেটাই ২৫ মার্চে ফার্মগেটে ব্যারিকেড দেওয়ার মাধ্যমে আমরা করেছিলাম।
মায়া জানান, পাকিস্তানি বাহিনী ট্যাংক দিয়ে সব গুঁড়িয়ে দেবে, এভাবে গণহত্যা চালাবে তা বাংলার মানুষ ভাবতেও পারেনি ৷
সভায় ইতিহাসবিদ ও সাহিত্যিক অধ্যাপক মুনতাসীর মামুন জানান, মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ নয়, বরং আরও বেশি মানুষকে হত্যা করা হয়েছিল। একই ভাবে ২ লাখ নয়, বরং ৫ থেকে ৭ লাখ নারীকে নির্যাতন করা হয়েছিল ৷
সভায় বক্তারা বলেন, গণহত্যার ইতিহাস বিকৃত করার চেষ্টা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসেছিলেন বলে সঠিক ইতিহাসটা মানুষ জানতে পারছে ৷ শিশু কিশোরদের পাঠ্যবইয়ে এই ইতিহাস সঠিকভাবে তুলে ধরার দাবি জানান বক্তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ৩০ লাখ শহীদ নিয়ে যারা প্রশ্ন তোলে, সেদিনের (মুক্তিযুদ্ধের হত্যাযজ্ঞের) দৃশ্য তারা দেখেনি। আজ শুক্রবার ‘২৫ মার্চ ১৯৭১ প্রতিরোধের প্রথম ব্যারিকেড' শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, খুব শিগগিরই ২৫ মার্চের হত্যাযজ্ঞ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে মন্ত্রী বলেন, আমরা দেখেছি গ্রামের পর গ্রাম কুকুর ছাড়া কোনো মানুষ নেই। পাক বাহিনী নদীতে বইঠা বাওয়ার শব্দ শুনলেই গুলি করত। আমরা এ জন্য নদী পাড়ি দেওয়ার সময় নৌকায় বইঠা ব্যবহার করতাম না। হাত দিয়ে নৌকা টেনে নিয়ে যেতাম। তখন আমাদের হাতে কত যে মানুষের লাশ লেগেছে, তার কোনো হিসাব নেই। সেদিনগুলোর সেই নৃশংসতা, নির্মমতা দেখেনি বলেই আজ অনেকে ৩০ লাখ নিয়ে প্রশ্ন তোলে।
এ সময় আসাদুজ্জামান খাঁন কামাল ফার্মগেটে প্রথম মুক্তিযুদ্ধের প্রথম ব্যারিকেড দেওয়ার ঘটনাও তুলে ধরেন। তিনি বলেন, আমার এবং তেজগাঁও থানা আওয়ামী লীগের ওপর ক্যান্টনমেন্ট থেকে বের হওয়ার রাস্তায় পরিখা খননের নির্দেশ এসেছিল। কিন্তু আমরা সেটা পারিনি। পরিখার বদলে আমরা ব্যারিকেড দেওয়ার সিদ্ধান্ত নেই ৷ ২৫ মার্চ বিকেল চারটা থেকে আমরা শুরু করেছিলাম। যার যা কিছু আছে তা দিয়েই আমরা ব্যারিকেড দিলাম। এরপর ফার্মগেটের গাছ দুটোও কেটে দিলাম।
এটিই মুক্তিযুদ্ধের সময়ে প্রথম প্রতিরোধ বলে জানান মন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ২৫ মার্চ পাক হানাদার বাহিনী যে আক্রমণ চালিয়েছিল, তা ছিল সুপরিকল্পিত। নিরস্ত্র ঘুমন্ত বাঙালির ওপর আক্রমণ হয়েছিল, যারা জানত না এ রকম কিছু ঘটতে পারে। এটা তো অবশ্যই গণহত্যা ৷ এই ইতিহাস পরবর্তী প্রজন্মের অবশ্যই সঠিকভাবে জানা উচিত। প্রত্যক্ষদর্শী যারা এখনো বেঁচে আছেন, তাদের যে খণ্ড খণ্ড তথ্যগুলো আমাদের দিচ্ছেন, সেগুলো লিপিবিদ্ধ হওয়া উচিত
সভার মুখ্য আলোচক ক্র্যাক প্লাটুন কমান্ডার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো ৷ এর মানেই ছিল আমরা যেন বাধা দিই, ব্যারিকেড দিই ৷ সেটাই ২৫ মার্চে ফার্মগেটে ব্যারিকেড দেওয়ার মাধ্যমে আমরা করেছিলাম।
মায়া জানান, পাকিস্তানি বাহিনী ট্যাংক দিয়ে সব গুঁড়িয়ে দেবে, এভাবে গণহত্যা চালাবে তা বাংলার মানুষ ভাবতেও পারেনি ৷
সভায় ইতিহাসবিদ ও সাহিত্যিক অধ্যাপক মুনতাসীর মামুন জানান, মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ নয়, বরং আরও বেশি মানুষকে হত্যা করা হয়েছিল। একই ভাবে ২ লাখ নয়, বরং ৫ থেকে ৭ লাখ নারীকে নির্যাতন করা হয়েছিল ৷
সভায় বক্তারা বলেন, গণহত্যার ইতিহাস বিকৃত করার চেষ্টা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসেছিলেন বলে সঠিক ইতিহাসটা মানুষ জানতে পারছে ৷ শিশু কিশোরদের পাঠ্যবইয়ে এই ইতিহাস সঠিকভাবে তুলে ধরার দাবি জানান বক্তারা।
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
২ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
২ ঘণ্টা আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
২ ঘণ্টা আগে