নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে রাজধানীর চকবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক এ নির্দেশ দেন।
সকালে চাঁদকে আদালতে হাজির করা হয়। এর আগে চকবাজার থানায় দায়ের করা এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাকির হোসেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ গ্রেপ্তার দেখানোর ওই আবেদন মঞ্জুর করেন।
গ্রেপ্তার দেখানোর পর তদন্ত কর্মকর্তা কর্তৃক চাঁদকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদনের ওপর বেলা ২টার পর শুনানি হয়।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, ‘সরকারপ্রধানকে কীভাবে প্রকাশ্যে হত্যার হুমকিসহ কবরে পাঠানোর হুমকি দেন চাঁদ? তাঁর এ বক্তব্যের নেপথ্যে কারা জড়িত এবং অজ্ঞাতপরিচয় জড়িতরা বাংলাদেশ নাকি বিদেশ থেকে ষড়যন্ত্র করছে, এসব জানা এবং মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য আসামি চাঁদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
‘রিমান্ড আবেদনে আরও বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনার মূল হোতা শনাক্ত এবং গ্রেপ্তারসহ অন্য অজ্ঞাতপরিচয় পলাতক আসামিদের শনাক্তপূর্বক গ্রেপ্তার করতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’
গত ২৫ মে রাজধানীর চকবাজার থানায় বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে এ মামলা করেন আশিকুর রহমান অনু নামের এক ছাত্রলীগ নেতা। ২৮ মে এই মামলায় চাঁদকে গ্রেপ্তার দেখানোর ও রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
এর আগে গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে দেওয়া বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’
তাঁর এ বক্তব্যের পর ২৫ মে রাজশাহী পুলিশ চাঁদকে গ্রেপ্তার করে। এরপর পুঠিয়া থানার মামলায় তাঁকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে রাজধানীর চকবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক এ নির্দেশ দেন।
সকালে চাঁদকে আদালতে হাজির করা হয়। এর আগে চকবাজার থানায় দায়ের করা এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাকির হোসেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ গ্রেপ্তার দেখানোর ওই আবেদন মঞ্জুর করেন।
গ্রেপ্তার দেখানোর পর তদন্ত কর্মকর্তা কর্তৃক চাঁদকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদনের ওপর বেলা ২টার পর শুনানি হয়।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, ‘সরকারপ্রধানকে কীভাবে প্রকাশ্যে হত্যার হুমকিসহ কবরে পাঠানোর হুমকি দেন চাঁদ? তাঁর এ বক্তব্যের নেপথ্যে কারা জড়িত এবং অজ্ঞাতপরিচয় জড়িতরা বাংলাদেশ নাকি বিদেশ থেকে ষড়যন্ত্র করছে, এসব জানা এবং মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য আসামি চাঁদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
‘রিমান্ড আবেদনে আরও বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনার মূল হোতা শনাক্ত এবং গ্রেপ্তারসহ অন্য অজ্ঞাতপরিচয় পলাতক আসামিদের শনাক্তপূর্বক গ্রেপ্তার করতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’
গত ২৫ মে রাজধানীর চকবাজার থানায় বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে এ মামলা করেন আশিকুর রহমান অনু নামের এক ছাত্রলীগ নেতা। ২৮ মে এই মামলায় চাঁদকে গ্রেপ্তার দেখানোর ও রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
এর আগে গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে দেওয়া বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’
তাঁর এ বক্তব্যের পর ২৫ মে রাজশাহী পুলিশ চাঁদকে গ্রেপ্তার করে। এরপর পুঠিয়া থানার মামলায় তাঁকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
২ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
২ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৩ ঘণ্টা আগে