পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল ৩ ঘণ্টা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাশ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 
Thumbnail image
রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় অটোরিকশা চালকদের লাঠিপেটা করে পুলিশ ও স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর স্টেশনমাস্টার আনোয়ার হোসেন। তিনি জানান, খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনসহ চারটি ট্রেন কমলাপুরের শহরতলি স্টেশনে আটকে ছিল। তবে এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে জুরাইন রেলগেট অবরোধ করে আন্দোলন করেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। এ সময় তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়।

জুরাইন রেলগেট এলাকায় অটোরিকশা চালকদের অবরোধ। ছবি: আজকের পত্রিকা
জুরাইন রেলগেট এলাকায় অটোরিকশা চালকদের অবরোধ। ছবি: আজকের পত্রিকা

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের কারণে নারায়ণগঞ্জ কমিউটার নামে একটি ট্রেন আটকা পড়ে। এ ছাড়া নকশিকাঁথা কমিউটার ট্রেন ঢাকা ছাড়তে পারেনি। এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মাওয়া-পদ্মা সেতু রেল চলাচল বন্ধ ছিল।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, যেকোনো বিশৃঙ্খলা এড়াতে পুলিশ প্রস্তুত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত