Ajker Patrika

ট্রাকস্ট্যান্ড সরিয়ে খাল কাটল ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ট্রাকস্ট্যান্ড সরিয়ে খাল কাটল ডিএনসিসি

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় খাল উদ্ধারে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় কাটাসুর খালের শাখা খাল লাউতলা খালের অবৈধ স্থাপনায় উচ্ছেদ করা হয়। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চালানো হয় এই অভিযান। 

অভিযানে খালের শুরুর দিকের দুটি বড় মার্কেট, আশপাশের গ্যারেজ ও বিভিন্ন দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। খালের ওপর ৫ একর জায়গা দখল করে তৈরি হয়েছিল ট্রাকস্ট্যান্ড। সেখানে রাখা হতো শত শত ট্রাক। সেই ট্রাকগুলো সরিয়ে পুরোনো খালের নকশা অনুসারে আবার খাল কাটা শুরু করেছে সিটি করপোরেশন। 

এ বিষয়ে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, অবৈধ দখলদারদের নামে কোনো বৈধ নোটিশ ইস্যু করা হবে না। বিনা নোটিশেই তাঁদের উচ্ছেদ করা হবে। 

মেয়র বলেন, খালটির দৈর্ঘ্য ও প্রস্থ যা থাকার কথা, বাস্তবে তার কিছুই নেই। অবৈধভাবে দখল ও স্থাপনা নির্মাণ করে খালটির অস্তিত্বই বিলীন করে দেওয়া হয়েছে। তাই প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যবিশিষ্ট খালটিকে উদ্ধার করে বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত করা হবে। এরই মধ্যে যারা অবৈধভাবে খাল দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন তাঁদের দ্রুততম সময়ের মধ্যে অবৈধ দখল ছেড়ে দিতে হবে। অন্যথায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। 

ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করে খাল কাটল ডিএনসিসিতবে কোনো ধরনের নোটিশ ছাড়াই এই অভিযান চালানোতে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, কোনো ধরনের নোটিশ ছাড়াই এই অভিযান চালানো হয়েছে। এর ফলে তাঁরা তাঁদের অনেক জিনিসপত্র সরিয়ে নিতে পারেননি। তবে খালে যারা মাটি ভরাট করে জায়গা ভাড়া দিয়েছেন, তাঁদের কাউকে পাওয়া যায়নি। ভাড়াটিয়ারাও তাদের কথিত মালিকদের খুঁজে পাচ্ছেন না। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত