নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মকবুল নামের এক বিএনপি কর্মী মৃত্যুর ঘটনায় পল্টন থানায় করা মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মাহাবুবুল হক রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
দুপুরের পর সাবের হোসেন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই নাজমুল হাচান ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। সাবের হোসেনের পক্ষে তাঁর আইনজীবী এহসানুল হক সমাজী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির এক দফা দাবি আন্দোলন কর্মসূচি ঘিরে সারা দেশের নেতা-কর্মীরা যখন জড়ো হতে থাকেন, তখন সরকারি দল আওয়ামী লীগ ও পুলিশ বাহিনী বিএনপির সমাবেশ বানচালের সিদ্ধান্ত নেয়। ২০২২ সালের ৭ ডিসেম্বর এজাহারনামীয় ২৫৬ জন ও অজ্ঞাতনামা প্রায় ৪০০ জন আসামি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাসের রাজত্ব কায়েম করেন। আসামিরা বিএনপি অফিসে প্রবেশ করে ভাঙচুর করেন।
এ সময় বিএনপি কার্যালয়ে থাকা নেতা-কর্মীদের লাঠিপেটা ও গুলি করেন। এ সময় মকবুল নামে এক বিএনপির কর্মী আহত হন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।
এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য আব্বাস আলী মামলা দায়ের করেন।
রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সাবের হোসেন চৌধুরী এই মামলায় বর্ণিত হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, এজাহারনামীয় আসামিদের বর্তমান অবস্থান শনাক্তকরণ ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্তসহ গ্রেপ্তার করার জন্য তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
মকবুল নামের এক বিএনপি কর্মী মৃত্যুর ঘটনায় পল্টন থানায় করা মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মাহাবুবুল হক রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
দুপুরের পর সাবের হোসেন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই নাজমুল হাচান ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। সাবের হোসেনের পক্ষে তাঁর আইনজীবী এহসানুল হক সমাজী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির এক দফা দাবি আন্দোলন কর্মসূচি ঘিরে সারা দেশের নেতা-কর্মীরা যখন জড়ো হতে থাকেন, তখন সরকারি দল আওয়ামী লীগ ও পুলিশ বাহিনী বিএনপির সমাবেশ বানচালের সিদ্ধান্ত নেয়। ২০২২ সালের ৭ ডিসেম্বর এজাহারনামীয় ২৫৬ জন ও অজ্ঞাতনামা প্রায় ৪০০ জন আসামি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাসের রাজত্ব কায়েম করেন। আসামিরা বিএনপি অফিসে প্রবেশ করে ভাঙচুর করেন।
এ সময় বিএনপি কার্যালয়ে থাকা নেতা-কর্মীদের লাঠিপেটা ও গুলি করেন। এ সময় মকবুল নামে এক বিএনপির কর্মী আহত হন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।
এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য আব্বাস আলী মামলা দায়ের করেন।
রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সাবের হোসেন চৌধুরী এই মামলায় বর্ণিত হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, এজাহারনামীয় আসামিদের বর্তমান অবস্থান শনাক্তকরণ ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্তসহ গ্রেপ্তার করার জন্য তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার জেলার গোয়াইনঘাটের পান্তুমাই, প্রতাপপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিলসহ বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।
২৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম সমন্বয়ক সোহেল রানার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন আন্দোলনের নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা ৩টার দিকে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, রাজশাহী ব্যানারে এ কর্মসূচি হয়।
৩২ মিনিট আগেগ্রামের রাস্তায় দোতলা বাস নিয়ে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে গিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া শিক্ষার্থী জোবায়ের আলম সাকিবের স্বজনেরা। এই দুর্ঘটনার জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই গাফিলতি দেখছেন।
১ ঘণ্টা আগেবিগত সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলে দলীয় নেতা–কর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১ ঘণ্টা আগে