টাকার হিসাব চেয়ে বিদ্যানন্দকে নারীর ‘লিগ্যাল’ নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মে ২০২৩, ১৫: ৩৮
Thumbnail image

বিদ্যানন্দ ফাউন্ডেশনকে অর্থ পাঠানোর দাবি করে তার হিসাব চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার এক নারী। সাবিহা রহমান নিতুর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হায়দার তানভীরুজ্জামান মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিশ পাঠিয়েছেন। 

আজ বুধবার নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে ওই আইনজীবী আজকের পত্রিকাকে বলেন, নিতুর পক্ষ থেকে ফাউন্ডেশনকে দেওয়া ৪০ হাজার ৫০০ টাকা কোন খাতে ব্যয় করা হয়েছে, তার হিসাব ৩০ দিনের মধ্যে দিতে বলা হয়েছে নোটিশে। অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। 
 
নোটিশে বলা হয়, সামাজিক কাজে অংশ নেওয়ার লক্ষ্যে এই দাতা ফাউন্ডেশনকে ব্যাংক ও বিকাশের মাধ্যমে ওই টাকা দেন। কিছুদিন যাবৎ গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ফাউন্ডেশনের বিরুদ্ধে টাকার সঠিক ব্যবহার না করার অভিযোগ এসেছে। 
 
নোটিশে আরও বলা হয়, এই দাতা অডিট রিপোর্ট চেক করে তাঁর দেওয়া অর্থের তথ্য পাননি। এ ছাড়া এ বিষয়ে বারবার জানতে চাইলেও ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত