গোপালগঞ্জ প্রতিনিধি
নৌ-পথে ইতালি যাওয়ার সময় তিউনিসিয়ায় নৌকাডুবিতে মৃত্যুবরণ করা আট বাংলাদেশির মধ্যে তিনজনের বাড়িই গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।
তাঁরা হলেন—উপজেলার রাগদী ইউনিয়নের বড়দিয়া গ্রামের দাদন মজুমদারের ছেলে রিফাত মাতুব্বর (১৮), উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্টি গ্রামের আবুল কাশেম শেখের ছেলে রাসেল শেখ (১৮) এবং উপজেলার গোহালা ইউনিয়নের গঙ্গারামপুরের গয়লাকান্দি গ্রামের মো. পান্নু শেখের ছেলে ইমরুল কায়েস আপন (২৪)।
ইমরুল কায়েস আপনের সঙ্গে কথা বলে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন ইমরুল কায়েস আপন। গত ৯ মাস আগে তাঁর বাবা স্ট্রোক করেন। লেখাপড়ার খরচ জোগাতে না পেরে ৬ মাস আগে বাড়িতে চলে আসে আপন। বাবার চিকিৎসা ও পরিবারের হাল ধরতে অবৈধ পথে ইতালি যেতে মনস্থির করেন। এ বিষয়ে আপন ও তাঁর পরিবার লিবিয়া প্রবাসী দালাল রহিমের সঙ্গে যোগাযোগ করেন। ১১ লাখ টাকায় ইতালি পাঠানোর চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী প্রথমে ২০২৩ সালের ৬ ডিসেম্বর বাড়ি থেকে লিবিয়ার উদ্দেশ্যে বের হন আপন। লিবিয়াতে গিয়ে ওই দালালের কাছে আশ্রয় নেন। সেখানে অবস্থানকালে ২০২৪ সালের ৮ জানুয়ারি ১১ লাখ টাকা দালালের কথা মতো একটি ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করেন আপনের বাবা। টাকা পাওয়ার পরে আপনকে ইতালি পাঠানোর প্রক্রিয়া শুরু করে দালাল। গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে মুঠোফোনে আপন তাঁর বাবাকে জানায়, বাড়ির সবাই যেন তাঁর জন্য দোয়া করে। কিছু সময় পরে নৌকাযোগে ইতালির উদ্দেশ্যে রওনা করবে। সেখানে পৌঁছাতে পারলে পরিবারের সঙ্গে কথা হবে তাঁর। কিন্তু ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ায় নৌকাডুবিতে প্রাণ হারান আপন।
আপনের বাড়িতে রয়েছে অসুস্থ বাবা-মা ও ৫ বছরের বোন মিম। আপনের মৃত্যুর খবরে বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। শুধু আপন নন; নিহত অন্যদের বাড়িতেও চলছে শোকের মাতম। নৌকাডুবিতে মৃত্যুর খবর শুনে নিহতদের বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী।
নিহত ইমরুল কায়েস আপনের অসুস্থ বাবা মো. পান্নু শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল আমার ছেলে। কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত। অভাবের কারণে লেখাপড়া বাদ দিয়ে বাড়ি চলে আসে। আত্মীয়-স্বজন অনেকে ইতালিতে গিয়ে ভাগ্য পরিবর্তন করেছে। এ কারণে আত্মীয়-স্বজনদের কাছ থেকে ধার-দেনা করে ১১ লাখ টাকা গুছিয়ে, আমি আপনকে ইতালিতে পাঠাতে চেয়েছি। এ জন্য আমার আত্মীয়র মাধ্যমে লিবিয়া পাঠাই। সেখান থেকে ১৪ ফেব্রুয়ারি মোবাইলে আমার সঙ্গে কথা হয়। সে কিছু সময় পরে ইতালির দিকে রওনা করবে এ জন্য দোয়া চায়। এরপর আর আমার সঙ্গে কোনো কথা হয়নি। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই।’
আপনের বাবা বলেন, ‘আমার অনেক আত্মীয়-স্বজন আছে যারা এভাবে ইতালিতে গিয়েছে। এতে ভয় আছে জানি; তবে ভাগ্যের ওপর ভরসা করেছিলাম—যদি ভাগ্যে থাকে তাহলে ভালো দিন ফিরবে আমাদের। এ জন্য ছেলেকে পাঠিয়েছি।’
প্রতিবেশী লিলি বেগম বলেন, ‘আপন ভালো ছেলে ছিল, লেখাপড়ায়ও ভালো ছিল। এদের বাড়িতে কান্নাকাটি শুনে আইছি। শুনেছি নৌকা ডুইবগে গেছে। বাইচে আছে না মইরে গেছে কইতে পারি না। কেউ কয় মইরে গেছে, কেউ কয় হাসপাতালে আছে কেউ কয় খোঁজ পাওয়া যায় নাই।’
আপনের প্রতিবেশী এনামুল মাতুব্বর আজকের পত্রিকাকে বলেন, ‘আপন কখনো মাথা উঁচু করে কথা বলেনি। অভাবের কারণেই সে বিদেশে পাড়ি দেছে। কিন্তু আল্লাহ তায়ালা কেন যে ভাগ্যে এমনটা রাখল। তবে অবৈধভাবে যেন কেউ বিদেশে না যায় সেই কথাই বলব।’
নৌ-পথে ইতালি যাওয়ার সময় তিউনিসিয়ায় নৌকাডুবিতে মৃত্যুবরণ করা আট বাংলাদেশির মধ্যে তিনজনের বাড়িই গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।
তাঁরা হলেন—উপজেলার রাগদী ইউনিয়নের বড়দিয়া গ্রামের দাদন মজুমদারের ছেলে রিফাত মাতুব্বর (১৮), উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্টি গ্রামের আবুল কাশেম শেখের ছেলে রাসেল শেখ (১৮) এবং উপজেলার গোহালা ইউনিয়নের গঙ্গারামপুরের গয়লাকান্দি গ্রামের মো. পান্নু শেখের ছেলে ইমরুল কায়েস আপন (২৪)।
ইমরুল কায়েস আপনের সঙ্গে কথা বলে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন ইমরুল কায়েস আপন। গত ৯ মাস আগে তাঁর বাবা স্ট্রোক করেন। লেখাপড়ার খরচ জোগাতে না পেরে ৬ মাস আগে বাড়িতে চলে আসে আপন। বাবার চিকিৎসা ও পরিবারের হাল ধরতে অবৈধ পথে ইতালি যেতে মনস্থির করেন। এ বিষয়ে আপন ও তাঁর পরিবার লিবিয়া প্রবাসী দালাল রহিমের সঙ্গে যোগাযোগ করেন। ১১ লাখ টাকায় ইতালি পাঠানোর চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী প্রথমে ২০২৩ সালের ৬ ডিসেম্বর বাড়ি থেকে লিবিয়ার উদ্দেশ্যে বের হন আপন। লিবিয়াতে গিয়ে ওই দালালের কাছে আশ্রয় নেন। সেখানে অবস্থানকালে ২০২৪ সালের ৮ জানুয়ারি ১১ লাখ টাকা দালালের কথা মতো একটি ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করেন আপনের বাবা। টাকা পাওয়ার পরে আপনকে ইতালি পাঠানোর প্রক্রিয়া শুরু করে দালাল। গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে মুঠোফোনে আপন তাঁর বাবাকে জানায়, বাড়ির সবাই যেন তাঁর জন্য দোয়া করে। কিছু সময় পরে নৌকাযোগে ইতালির উদ্দেশ্যে রওনা করবে। সেখানে পৌঁছাতে পারলে পরিবারের সঙ্গে কথা হবে তাঁর। কিন্তু ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ায় নৌকাডুবিতে প্রাণ হারান আপন।
আপনের বাড়িতে রয়েছে অসুস্থ বাবা-মা ও ৫ বছরের বোন মিম। আপনের মৃত্যুর খবরে বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। শুধু আপন নন; নিহত অন্যদের বাড়িতেও চলছে শোকের মাতম। নৌকাডুবিতে মৃত্যুর খবর শুনে নিহতদের বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী।
নিহত ইমরুল কায়েস আপনের অসুস্থ বাবা মো. পান্নু শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল আমার ছেলে। কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত। অভাবের কারণে লেখাপড়া বাদ দিয়ে বাড়ি চলে আসে। আত্মীয়-স্বজন অনেকে ইতালিতে গিয়ে ভাগ্য পরিবর্তন করেছে। এ কারণে আত্মীয়-স্বজনদের কাছ থেকে ধার-দেনা করে ১১ লাখ টাকা গুছিয়ে, আমি আপনকে ইতালিতে পাঠাতে চেয়েছি। এ জন্য আমার আত্মীয়র মাধ্যমে লিবিয়া পাঠাই। সেখান থেকে ১৪ ফেব্রুয়ারি মোবাইলে আমার সঙ্গে কথা হয়। সে কিছু সময় পরে ইতালির দিকে রওনা করবে এ জন্য দোয়া চায়। এরপর আর আমার সঙ্গে কোনো কথা হয়নি। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই।’
আপনের বাবা বলেন, ‘আমার অনেক আত্মীয়-স্বজন আছে যারা এভাবে ইতালিতে গিয়েছে। এতে ভয় আছে জানি; তবে ভাগ্যের ওপর ভরসা করেছিলাম—যদি ভাগ্যে থাকে তাহলে ভালো দিন ফিরবে আমাদের। এ জন্য ছেলেকে পাঠিয়েছি।’
প্রতিবেশী লিলি বেগম বলেন, ‘আপন ভালো ছেলে ছিল, লেখাপড়ায়ও ভালো ছিল। এদের বাড়িতে কান্নাকাটি শুনে আইছি। শুনেছি নৌকা ডুইবগে গেছে। বাইচে আছে না মইরে গেছে কইতে পারি না। কেউ কয় মইরে গেছে, কেউ কয় হাসপাতালে আছে কেউ কয় খোঁজ পাওয়া যায় নাই।’
আপনের প্রতিবেশী এনামুল মাতুব্বর আজকের পত্রিকাকে বলেন, ‘আপন কখনো মাথা উঁচু করে কথা বলেনি। অভাবের কারণেই সে বিদেশে পাড়ি দেছে। কিন্তু আল্লাহ তায়ালা কেন যে ভাগ্যে এমনটা রাখল। তবে অবৈধভাবে যেন কেউ বিদেশে না যায় সেই কথাই বলব।’
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
২ মিনিট আগেনুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
২৭ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগে