রাতুল মণ্ডল, শ্রীপুর (গাজীপুর)
প্রায় ২০ বছর ধরে নজরুল ইসলাম নিজের মায়ের সেবা করেছেন। নিজের মা ছাড়াও পর্যায়ক্রমে নিজ ইউনিয়ন, উপজেলাসহ বর্তমানে সারা দেশব্যাপী বৃদ্ধ মা-বাবার সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন তিনি। বর্তমানে নজরুল সারা দেশে ‘মা-বাবার সেবাকেন্দ্র’ নামে একটি সেবাকেন্দ্র চালু করেছেন। এই সেবাকেন্দ্রে বর্তমানে স্বেচ্ছাসেবীর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।
স্বেচ্ছাসেবী নজরুলের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামে। তিনি ওই গ্রামের রহিম ভূঁইয়ার ছেলে। নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
আজ রোববার ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে নান্দিয়া সাঙ্গুন গ্রামের ভূঁইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক নারী-পুরুষ ও শিশুদের চিকিৎসা দিয়েছেন তিনি। এতে সহযোগিতা করেছে উপজেলার আলহেরা হাসপাতাল নামে একটি হাসপাতাল।
নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘২০০১ সালে আমার মা আয়েশা সিদ্দীকা খানম অসুস্থ হয়ে পড়েন। এরপর দীর্ঘ দিন মায়ের সেবা করেছি। মায়ের প্রস্রাব-পায়খানা নিজ হাতে পরিষ্কার করেছি। এরপর ২০১৭ সালে মা মারা যায়। এরপর থেকে নিজেকে বৃদ্ধ মা-বাবার সেবায় আত্মনিয়োগ করেছি। যেখানেই জানতে পারি অসুস্থ বৃদ্ধ মা-বাবা বিছানায় প্রস্রাব-পায়খানা করছে, সেখানেই ছুটে যাই। নিজ হাতে প্রস্রাব-পায়খানা পরিষ্কার করে অনেক অসুস্থ রোগীকে সুস্থ করেছি।’
নজরুল ইসলাম জানান, প্রথমে টাঙ্গাইলের মধুপুরের দীন ইসলাম ও টোকের হাজেরা খাতুনকে সঙ্গে নিয়ে শুরু করেন বৃদ্ধ মা-বাবার সেবা। তিনি নান্দিয়া সাঙ্গুন গ্রামের সখিনার ৯ বছর সেবা করেছেন। এমনভাবে বাপ্তা গ্রামের ওহেদ আলী, বরনলের নূরুল ইসলাম, নোয়াখালীর ইব্রাহিম, বরিশালের আলতাফ হোসেন, শেরপুরের আব্দুর রহিমসহ অসংখ্য বৃদ্ধ নারী-পুরুষের সেবা করেছেন।
নজরুল ইসলাম বলেন, বৃদ্ধ মা-বাবার সেবা করে তিনি সন্তানদের মা-বাবার সেবায় আগ্রহী করতে কাজ করেন। তাঁর এই সেবা দেখে অনেক সন্তান তাঁর মা-বাবার প্রতি সেবা বাড়িয়েছে।
নজরুলের দাবি, তিনি ২০ বছরে ৭ হাজার বৃদ্ধ নারী-পুরুষের সেবা করেছেন।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, নজরুল ইসলাম বহু বছর ধরে বৃদ্ধ নারী-পুরুষের সেবা করে আসছেন। তাঁর এই কর্ম সমাজের অনেক পরিবর্তন বয়ে আনবে। এই সেবা পরিচালনার জন্য কোনো ধরনের আর্থিক সহযোগিতা প্রয়োজন হলে তিনি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করবেন।
আলহেরা হাসপাতালে পরিচালক আবুল হোসেন বলেন, ‘মা-বাবার প্রতি ভালোবাসার একটি দৃষ্টান্ত মোহাম্মদ নজরুল ইসলাম। তাঁর এই সেবা আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্ব মা দিবস উপলক্ষে বিনামূল্যে সেবাদান কর্মসূচি দেওয়া হয়েছে। এতে মেডিসিন, স্ত্রী রোগ বিশেষজ্ঞ, শিশু, কিডনি ও বক্ষব্যাধিসহ ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিয়েছেন।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নজরুল ইসলাম যে কাজ করছেন নিঃসন্দেহে বর্তমান সমাজের জন্য তা অনুকরণীয়। তাঁর বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হবে। এ কাজ যাতে ভবিষ্যতেও অব্যাহত থাকে তাঁর ব্যবস্থা করা হবে।’
প্রায় ২০ বছর ধরে নজরুল ইসলাম নিজের মায়ের সেবা করেছেন। নিজের মা ছাড়াও পর্যায়ক্রমে নিজ ইউনিয়ন, উপজেলাসহ বর্তমানে সারা দেশব্যাপী বৃদ্ধ মা-বাবার সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন তিনি। বর্তমানে নজরুল সারা দেশে ‘মা-বাবার সেবাকেন্দ্র’ নামে একটি সেবাকেন্দ্র চালু করেছেন। এই সেবাকেন্দ্রে বর্তমানে স্বেচ্ছাসেবীর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।
স্বেচ্ছাসেবী নজরুলের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামে। তিনি ওই গ্রামের রহিম ভূঁইয়ার ছেলে। নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
আজ রোববার ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে নান্দিয়া সাঙ্গুন গ্রামের ভূঁইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক নারী-পুরুষ ও শিশুদের চিকিৎসা দিয়েছেন তিনি। এতে সহযোগিতা করেছে উপজেলার আলহেরা হাসপাতাল নামে একটি হাসপাতাল।
নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘২০০১ সালে আমার মা আয়েশা সিদ্দীকা খানম অসুস্থ হয়ে পড়েন। এরপর দীর্ঘ দিন মায়ের সেবা করেছি। মায়ের প্রস্রাব-পায়খানা নিজ হাতে পরিষ্কার করেছি। এরপর ২০১৭ সালে মা মারা যায়। এরপর থেকে নিজেকে বৃদ্ধ মা-বাবার সেবায় আত্মনিয়োগ করেছি। যেখানেই জানতে পারি অসুস্থ বৃদ্ধ মা-বাবা বিছানায় প্রস্রাব-পায়খানা করছে, সেখানেই ছুটে যাই। নিজ হাতে প্রস্রাব-পায়খানা পরিষ্কার করে অনেক অসুস্থ রোগীকে সুস্থ করেছি।’
নজরুল ইসলাম জানান, প্রথমে টাঙ্গাইলের মধুপুরের দীন ইসলাম ও টোকের হাজেরা খাতুনকে সঙ্গে নিয়ে শুরু করেন বৃদ্ধ মা-বাবার সেবা। তিনি নান্দিয়া সাঙ্গুন গ্রামের সখিনার ৯ বছর সেবা করেছেন। এমনভাবে বাপ্তা গ্রামের ওহেদ আলী, বরনলের নূরুল ইসলাম, নোয়াখালীর ইব্রাহিম, বরিশালের আলতাফ হোসেন, শেরপুরের আব্দুর রহিমসহ অসংখ্য বৃদ্ধ নারী-পুরুষের সেবা করেছেন।
নজরুল ইসলাম বলেন, বৃদ্ধ মা-বাবার সেবা করে তিনি সন্তানদের মা-বাবার সেবায় আগ্রহী করতে কাজ করেন। তাঁর এই সেবা দেখে অনেক সন্তান তাঁর মা-বাবার প্রতি সেবা বাড়িয়েছে।
নজরুলের দাবি, তিনি ২০ বছরে ৭ হাজার বৃদ্ধ নারী-পুরুষের সেবা করেছেন।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, নজরুল ইসলাম বহু বছর ধরে বৃদ্ধ নারী-পুরুষের সেবা করে আসছেন। তাঁর এই কর্ম সমাজের অনেক পরিবর্তন বয়ে আনবে। এই সেবা পরিচালনার জন্য কোনো ধরনের আর্থিক সহযোগিতা প্রয়োজন হলে তিনি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করবেন।
আলহেরা হাসপাতালে পরিচালক আবুল হোসেন বলেন, ‘মা-বাবার প্রতি ভালোবাসার একটি দৃষ্টান্ত মোহাম্মদ নজরুল ইসলাম। তাঁর এই সেবা আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্ব মা দিবস উপলক্ষে বিনামূল্যে সেবাদান কর্মসূচি দেওয়া হয়েছে। এতে মেডিসিন, স্ত্রী রোগ বিশেষজ্ঞ, শিশু, কিডনি ও বক্ষব্যাধিসহ ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিয়েছেন।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নজরুল ইসলাম যে কাজ করছেন নিঃসন্দেহে বর্তমান সমাজের জন্য তা অনুকরণীয়। তাঁর বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হবে। এ কাজ যাতে ভবিষ্যতেও অব্যাহত থাকে তাঁর ব্যবস্থা করা হবে।’
নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৪ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড । এ বিষয়ে হাতিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল রোববার রাত ১২টার সময় তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
৮ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে বনভোজনে যাওয়া দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার দায় রয়েছে মন্তব্য করেছে বুয়েটের স্বাধীন কমিটি। আজ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমি
১৭ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ফজলুল করিম নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই নির্দেশ দেন।
২০ মিনিট আগেসরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ (ডিএমআরসি) রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা হামলা ও ভাঙচুরের ঘটনায় আল্টিমেটাম অনুযায়ী সমাধান না পাওয়ায় কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ডিএমআরসির দিকে অগ্রসর হচ্ছে।
২৬ মিনিট আগে