নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাজার হাজার কোটি টাকা পাচার করে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদারের বিষয়ে জারি করা রুল শুনানি হবে মঙ্গলবার (১৭ মে)। আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ রুল শুনানির জন্য এই দিন ধার্য করেন।
এর আগে ২০২০ সালের ১৯ নভেম্বর এই বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। পি কে হালদারকে দেশে আনতে এবং গ্রেপ্তারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয় রুলে। যা এত দিন শুনানি হয়নি।
এর আগে সোমবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক পি কে হালদার ভারতে গ্রেপ্তারের বিষয়টি আদালতের নজরে আনেন। এ সময় আদালত বলেন, ‘ভারত সরকারকে ধন্যবাদ জানানো উচিত। কারণ সে এদেশের চিহ্নিত অর্থ পাচারকারী।’
আদালত বলেন, ‘আমাদের মেসেজ ক্লিয়ার, দুর্নীতি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কোন ধরনের দুর্নীতি ও অর্থ পাচারকারীকে প্রশ্রয় দেব না। কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা এই বিষয়ে সিরিয়াস।’
গত ১৩ মে পি কে হালদার ও তাঁর কয়েক সহযোগীকে গ্রেপ্তার করেছে ভারতের ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট (ইডি)। পরের দিন আদালতের মাধ্যমে তাঁদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
পি কে হালদার সম্পর্কিত আরও খবর:
রুই-কাতলাদের ধরতে পি কে হালদারকে দেশে এনে রিমান্ডে নেবে দুদক
হাজার হাজার কোটি টাকা পাচার করে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদারের বিষয়ে জারি করা রুল শুনানি হবে মঙ্গলবার (১৭ মে)। আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ রুল শুনানির জন্য এই দিন ধার্য করেন।
এর আগে ২০২০ সালের ১৯ নভেম্বর এই বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। পি কে হালদারকে দেশে আনতে এবং গ্রেপ্তারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয় রুলে। যা এত দিন শুনানি হয়নি।
এর আগে সোমবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক পি কে হালদার ভারতে গ্রেপ্তারের বিষয়টি আদালতের নজরে আনেন। এ সময় আদালত বলেন, ‘ভারত সরকারকে ধন্যবাদ জানানো উচিত। কারণ সে এদেশের চিহ্নিত অর্থ পাচারকারী।’
আদালত বলেন, ‘আমাদের মেসেজ ক্লিয়ার, দুর্নীতি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কোন ধরনের দুর্নীতি ও অর্থ পাচারকারীকে প্রশ্রয় দেব না। কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা এই বিষয়ে সিরিয়াস।’
গত ১৩ মে পি কে হালদার ও তাঁর কয়েক সহযোগীকে গ্রেপ্তার করেছে ভারতের ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট (ইডি)। পরের দিন আদালতের মাধ্যমে তাঁদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
পি কে হালদার সম্পর্কিত আরও খবর:
রুই-কাতলাদের ধরতে পি কে হালদারকে দেশে এনে রিমান্ডে নেবে দুদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
৯ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১৮ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
৩৮ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগে