চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৫ আগস্ট ২০২২, ২১: ৫১
আপডেট : ১৫ আগস্ট ২০২২, ২৩: ০৬

চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের পরিচয় পাওয়া গেছে। আগুনে পুড়ে যাওয়া ছয় নিহতের পরিচয় আজ সোমবার সন্ধ্যায় নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। নিহত ছয়জনই বরিশাল হোটেলের কর্মচারী বলে জানা গেছে।

চকবাজারে সোমবার হওয়া অগ্নিকাণ্ডে নিহতেরা হলেন—শরিয়তপুর জেলার দক্ষিণ বড় কাসমা ইউনিয়নের আবুল কাশেম সরদারের ছেলে ওসমান সরদার (২৫), বরিশালের হিজলা উপজেলার শঙ্কর পাশার ইউনিয়নের পূর্ব টয়কা গ্রামের মৃত আলম সরদারের ছেলে বিল্লাল হোসেন ও একই এলাকার মোস্তফা মাঝির ছেলে মোতালেব হোসেন (১৬), সিলেটের হবিগঞ্জ উপজেলার বামই ইউনিয়নের রাকেশ সরকারের ছেলে স্বপন সরকার (১৮), কুমিল্লার চান্দিনা উপজেলার মো. শরীফ (১৫), মাদারিপুরের কালকিনি উপজেলার রুবেল হেলাল।

এর আগে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মরদেহ পুড়ে যাওয়ায় তাদের কাউকে চেনা যাচ্ছে না বলে জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের ঢাকা সদরের জোন-১ এর উপ-সহকারী পরিচালক মো. বজলুর রশিদ।

সে সময় মো. বজলুর রশিদ বলেন, ছয়জনের মধ্যে পাঁচজনের শরীর এমনভাবে পুড়ে গেছে যে, তাদের চেহারা দেখে চেনার উপায় নেই। আগুনে পুড়ে ওই পাঁচ মরদেহের হাড় বেরিয়ে গেছে। তিনি বলেন, ‘আরেকজনের চেহারা দেখলে কিছুটা বোঝা যায়। মরদেহগুলো দেখে প্রাথমিকভাবে আমাদের ধারণা, তাঁরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। অগ্নিকাণ্ডের শুরুর দিকেই হয়তো তাঁরা মারা গেছেন।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১২টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের সদস্যরা একটি কক্ষ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করে। উদ্ধারের পর মরদেহগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত