দোহার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দোহার উপজেলার মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাট এলাকায় পদ্মা নদী থেকে বুয়েটের শিক্ষার্থী তারিকুজ্জামান সানীর (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর মরদেহ উদ্ধার করে।
দোহার ফায়ার সার্ভিসের জরুরি বিভাগের ফায়ার ফাইটার এস এম জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমাদের ইনচার্জ আবদুল হাদি উদ্ধারের নেতৃত্ব দেন এবং ডুবুরি দলের নেতৃত্ব দেন এসআই আবুল খায়ের। মরদেহ চরমোহাম্মদপুর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। স্বজনেরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মৈনট ঘাটে অবস্থানরত ড্রেজারের বাল্কহেডে উঠে সেলফি তুলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান সানী। তার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
নিখোঁজ তারিকুজ্জামান সানী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আর্কিটেকচার বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন অর রশিদের ছেলে।
এসআই আবুল খায়ের বলেন, ‘আমরা খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে এখানে এসেছি। তবে নদীতে প্রচুর স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়। আমরা প্রায় ১৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় মরদেহ উদ্ধার করেছি।’
স্থানীয়দের বরাত দিয়ে আবুল খায়ের জানান, সানি ও তাঁর ১৬ জন বন্ধু মিলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মৈনট ঘাটে ঘুরতে আসেন। পাড়ের একটি ড্রেজার মেশিনের ওপরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান সানি। এ সময় তাঁর বন্ধুরা তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে তাঁরা ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ডাকেন। পুলিশ এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। রাতেই উদ্ধার অভিযান শুরু করা হয়।
ঢাকার দোহার উপজেলার মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাট এলাকায় পদ্মা নদী থেকে বুয়েটের শিক্ষার্থী তারিকুজ্জামান সানীর (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর মরদেহ উদ্ধার করে।
দোহার ফায়ার সার্ভিসের জরুরি বিভাগের ফায়ার ফাইটার এস এম জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমাদের ইনচার্জ আবদুল হাদি উদ্ধারের নেতৃত্ব দেন এবং ডুবুরি দলের নেতৃত্ব দেন এসআই আবুল খায়ের। মরদেহ চরমোহাম্মদপুর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। স্বজনেরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মৈনট ঘাটে অবস্থানরত ড্রেজারের বাল্কহেডে উঠে সেলফি তুলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান সানী। তার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
নিখোঁজ তারিকুজ্জামান সানী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আর্কিটেকচার বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন অর রশিদের ছেলে।
এসআই আবুল খায়ের বলেন, ‘আমরা খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে এখানে এসেছি। তবে নদীতে প্রচুর স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়। আমরা প্রায় ১৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় মরদেহ উদ্ধার করেছি।’
স্থানীয়দের বরাত দিয়ে আবুল খায়ের জানান, সানি ও তাঁর ১৬ জন বন্ধু মিলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মৈনট ঘাটে ঘুরতে আসেন। পাড়ের একটি ড্রেজার মেশিনের ওপরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান সানি। এ সময় তাঁর বন্ধুরা তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে তাঁরা ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ডাকেন। পুলিশ এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। রাতেই উদ্ধার অভিযান শুরু করা হয়।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৩১ মিনিট আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে