Ajker Patrika

পেঁয়াজ বেচাকেনা নিয়ে বিক্রেতা ও আড়তদারের ২ দফা সংঘর্ষ, আহত পাঁচ

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
পেঁয়াজ বেচাকেনা নিয়ে বিক্রেতা ও আড়তদারের ২ দফা সংঘর্ষ, আহত পাঁচ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে পেঁয়াজ বেচা-কেনাকে কেন্দ্র করে বিক্রেতা ও আড়তদারের দুই দফা সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে বলে দাবি করেছেন। 

গতকাল বুধবার সকাল ও বিকেলে পেঁয়াজের দাম নির্ধারণের পর মণ প্রতি ১০০ টাকা কম দেওয়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

স্থানীয়রা জানান, গোসাই গোবিন্দপুর গ্রামের পেঁয়াজ বিক্রেতা বাবু শেখ (৬০) ৮৫ কেজি পেঁয়াজ বিক্রির জন্য গতকাল বেলা ১১টার দিকে জামালপুর বাজারে নিয়ে আসেন। বাজারের আড়তদার তৈয়ব আলী মন্ডল প্রতি মণ ১ হাজার ৯২০ টাকা দরে ক্রয় করে নেন পরে আড়তদারের ভাগনে সোহেল মৃধা পেঁয়াজের মান ভালো না বলে মণ প্রতি ১০০ টাকা দাম কম দিতে চান এবং ৪ কেজি পেঁয়াজ কম ধরে ৮১ কেজির দাম নির্ধারণ করেন। এতে প্রতিবাদ করলে সোহেল মৃধা পেঁয়াজ বিক্রেতার মুখে কিল-ঘুষি মারতে থাকেন। 

ঘটনাটি জানাজানির পর তার স্বজনেরা আড়তদারের দোকানে গিয়ে বিষয়টি জানতে চাইলে পুনরায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষকে এদিন বিকেলে তাঁর ব্যক্তিগত অফিসে পেঁয়াজ বিক্রেতার কাছে আড়তদারের ভাগনে সোহেলকে মাফ চাইতে বলেন। বিষয়টি তখনই নিষ্পত্তি হয়ে যায়। কিন্তু সালিসের পর চেয়ারম্যানের ঘর থেকে বের হয়ে উভয় পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

স্থানীয়রা আরও জানান, পেঁয়াজ বিক্রেতাসহ দুজন এবং আড়তদারের গ্রুপে তিনজন আহত হয়েছে বলে তাঁরা দাবি করেন। পেঁয়াজ বিক্রেতা নিজে এবং তাঁর নাতি ছেলে রাহুল শেখ (১৫) আহত হয়ে বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আড়তদারের গ্রুপের তিনজন আহত হয়েছে বলে দাবি করলেও নাম বলতে পারেনি। 

পেঁয়াজ বিক্রেতা বাবু শেখ বলেন, ‘পেঁয়াজের দাম নির্ধারণ করার পর কম দেওয়া এবং মণ প্রতি ওজনে ২ কেজি করে কম ধরার প্রতিবাদ করলে আড়তদারের লোকজন আমাকে কিল-ঘুষি মারতে থাকে। পরে চেয়ারম্যান সালিস করার পর তাঁরা আমাদের কটূক্তি করতে থাকলে পুনরায় সংঘর্ষ হয়।’ 

জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু বলেন, ‘প্রথম পর্যায়ের সংঘর্ষ নিয়ে আমি মীমাংসা করে দিয়েছিলাম। উভয় পক্ষ মেনেও নিয়েছিল। কিন্তু আমার এখান থেকে বের হয়েই তাঁরা আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন।’ 

এ বিষয়ে আড়তদার তৈয়ব আলী মন্ডলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি মোটরসাইকেলে রয়েছি। পরে আপনার সঙ্গে কথা বলব।’ এ সময় তার পক্ষের আহত ৩ জনের নাম জানতে চাইলে তিনি পরে জানাবেন বলে জানান। 

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রাত ১২টার পর পেঁয়াজের আড়তদার তৈয়ব মন্ডল বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত