শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জ শাহজাদপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. আসিফ নজরুল রবীন্দ্র কাছারি বাড়ি পরিদর্শন করেছেন। সিরাজগঞ্জে রাষ্ট্রীয় সফরে এসে আজ শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে তিনি রবীন্দ্র কাছারি বাড়িতে আসেন।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় সংবাদকর্মীদের কাছারি বাড়িতে প্রবেশে ও কোনো প্রকার ছবি তুলতে এবং ভিডিও ধারণ করতে বাধা দেন বলে জানা গেছে।
বাংলাদেশ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, উপদেষ্টা ডা. আসিফ নজরুল আজ শুক্রবার সিরাজগঞ্জে ১৪টি স্থান পরিদর্শনে রাষ্ট্রীয় সফরে এসেছেন।
দুপুরে শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে তিনি এলেও স্থানীয় কোনো গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলেননি। সেখানে ঘণ্টাখানেক পরিদর্শন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ গাড়িতে সিরাজগঞ্জের উদ্যেশ্যে রওনা দেন।
রবীন্দ্র কাছারির বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. আসিফ নজরুলের এটা রাষ্ট্রীয় সফর ছিল এবং তা আমাকে গতকাল রাতে উপজেলা প্রশাসন থেকে অবগত করা হয়। এ ব্যাপারে এর থেকে বেশি কিছু জানি না।’
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে গণমাধ্যমকর্মীদের কাছারি বাড়ির প্রাঙ্গণ থেকে বের করে দেয় যৌথবাহিনী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) কামরুজ্জামান সফরের বিষয়ে কোনো বক্তব্য দিয়ে রাজি হয়নি।
সিরাজগঞ্জ শাহজাদপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. আসিফ নজরুল রবীন্দ্র কাছারি বাড়ি পরিদর্শন করেছেন। সিরাজগঞ্জে রাষ্ট্রীয় সফরে এসে আজ শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে তিনি রবীন্দ্র কাছারি বাড়িতে আসেন।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় সংবাদকর্মীদের কাছারি বাড়িতে প্রবেশে ও কোনো প্রকার ছবি তুলতে এবং ভিডিও ধারণ করতে বাধা দেন বলে জানা গেছে।
বাংলাদেশ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, উপদেষ্টা ডা. আসিফ নজরুল আজ শুক্রবার সিরাজগঞ্জে ১৪টি স্থান পরিদর্শনে রাষ্ট্রীয় সফরে এসেছেন।
দুপুরে শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে তিনি এলেও স্থানীয় কোনো গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলেননি। সেখানে ঘণ্টাখানেক পরিদর্শন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ গাড়িতে সিরাজগঞ্জের উদ্যেশ্যে রওনা দেন।
রবীন্দ্র কাছারির বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. আসিফ নজরুলের এটা রাষ্ট্রীয় সফর ছিল এবং তা আমাকে গতকাল রাতে উপজেলা প্রশাসন থেকে অবগত করা হয়। এ ব্যাপারে এর থেকে বেশি কিছু জানি না।’
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে গণমাধ্যমকর্মীদের কাছারি বাড়ির প্রাঙ্গণ থেকে বের করে দেয় যৌথবাহিনী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) কামরুজ্জামান সফরের বিষয়ে কোনো বক্তব্য দিয়ে রাজি হয়নি।
ফরিদপুরের নগরকান্দায় ওয়াজ মাহফিলে ডেকে নিয়ে এক তরুণকে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে থানার ওসিসহ ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় নগরকান্দা পৌরসভার মীরাকান্দা ও পার্শ্ববর্তী ফুলসূতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়।
২২ মিনিট আগেইমন আওয়ামী নেতা ও মন্ত্রীদের রোষানলে পড়ে একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে বিনা বিচারে বছরের পর বছর জেলখানায় আটক ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইমন জামিনে মুক্তি পায়। ইমন বর্তমানে বিদেশে। কিন্তু তাঁকে এলিফ্যান্ট রোডের হামলায় আসামি করা হয়েছে...
১ ঘণ্টা আগেডা. শফিক বলেন, ‘রাজশাহী, যেটাকে শিক্ষার ভিলেজ বলা হয়, শিক্ষার গ্রাম। আমি আশা করি, ৫ তারিখের (৫ আগস্ট) পর রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না। এখানকার মানুষ ভদ্র, বিনয়ী ও সৎ। কেউ চাঁদাবাজি এখানে করে না, ঠিক না?’ এ সময় নেতা-কর্মীরা ‘চাঁদাবাজি হয়’ বলে আওয়াজ তোলেন। আমির প্রশ্ন করেন, ‘এখানেও চাঁদাবাজি হয়...
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়...
২ ঘণ্টা আগে