দেশের অর্জনে হিরণ্ময় পালক মেট্রোরেল: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২, ১২: ৪৮
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৩: ৩৯

‘শেখ হাসিনার অর্জন গণপরিবহনে মেট্রোরেল সংযোজন’, ‘শেখ হাসিনার অবদান মেট্রোরেল দৃশ্যমান’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আজ বুধবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ী প্রান্তে অনুষ্ঠিত সুধী সমাবেশে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন ওবায়দুল কাদের। 

সভাপতির বক্তব্যে কাদের বলেন, ‘সংকটে শেখ হাসিনার পাশে সাহসী সহযোদ্ধার নাম শেখ রেহানা। তিনি সাদাসিধে জীবন যাপন করেন। লন্ডনে চাকরি করেন, বাসে যাতায়াত করেন।’

কাদের বলেন, ‘আজ বাংলাদেশের জনগণের জন্য আনন্দের দিন। রাজধানীবাসীর দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নপূরণের দিন। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশের মানুষ অর্জন করেছে একের পর এক স্বাধীনতার সুবর্ণ অর্জন। দেশের অর্জনে যুক্ত হয়েছে হিরণ্ময় পালক।’ 

কাদের বলেন, ‘মানুষ বলে, শেখের বেটি দেখিয়ে দিয়েছে নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করে, বিশ্বব্যাংকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বাঙালি বীরের জাতি, চোরের জাতি নয়। কোনো অপবাদ মাথা পেতে নেব না।’ 

বিএনপি আগুনসন্ত্রাস করলে সেটা কঠোর হাতে দমন করতে আওয়ামী লীগ প্রস্তুত বলেও জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত