শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম তদন্তে ইউজিসির কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মে ২০২৪, ১৬: ০০
Thumbnail image

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। 

আজ বৃহস্পতিবার ইউজিসির পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ) মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। 

তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দকে। আর সদস্য করা হয়েছে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুক ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মো. গোলাম দস্তগীরকে। 

এর আগে গত ১৬ মে জনবল নিয়োগ, টেন্ডার, একাডেমিক, প্রশাসনিক এবং আর্থিক অনিয়মের বিষয়ে বক্তব্য জানতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দেয় ইউজিসি। ওই চিঠিতে পাঁচ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য কমিশনে পাঠাতে অনুরোধ করা হয়। 

জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মো. শহীদুর রশীদ ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, শুনেছি ইউজিসি তদন্ত কমিটি করেছে। তদন্তাধীন কোনো বিষয়ে মন্তব্য করব না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত