ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় স্ন্যাক্স (ডাস) থেকে চাঁদা দাবির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় ইংরেজি জাতীয় দৈনিক ‘ডেইলি অবজারভারের’ সম্পাদক, রিপোর্টার ইন চিফ ঢাবি প্রতিবেদককে পৃথক পৃথকভাবে আইনি নোটিশ পাঠিয়েছে শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম নোমান হোসেন তালুকদারের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়।
আইনি নোটিশের বিষয়ে মাজহারুল কবির শয়ন আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, ‘আলাদা করে আমার কোনো বক্তব্য নেই। নোটিশের বক্তব্য-ই আমার বক্তব্য।’
গত ৬ আগস্ট ‘মালিক ছাত্রলীগের চাহিদা পূরণ করতে না পারায় ঢাবিতে স্ন্যাক্সের দোকান বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ক্যাম্পাসের টিএসসির ডাস ক্যাফেটেরিয়া থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মী। এ জন্য তারা ডাস ক্যাফেটেরিয়ার ব্যবস্থাপকদের বিরুদ্ধে পঁচা ও নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ তোলেন। এই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেন ছাত্রলীগের নেতা কর্মীরা।
কয়েক দিন আগে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে ডাস ক্যাফেটেরিয়া বন্ধ করে দেওয়া হয়। একপর্যায়ে দোকানটি খুলতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শয়ন ও সাধারণ সম্পাদক সৈকতের পক্ষ থেকে ছাত্রলীগের এক নেতা ডাস ক্যাফেটেরিয়ার মালিকের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মাজহারুল কবির শয়ন ক্যাম্পাসের সামাজিক বিজ্ঞান চত্বরের ‘ডিইউ কফি হাট’ নামক দোকান থেকে চার লাখ টাকা চাঁদা নিয়েছেন বলেও উল্লেখ করা হয় অবজারভারের প্রতিবেদনে।
সাত দিনের মধ্যে প্রকাশিত প্রতিবেদনের তথ্য-প্রমাণ উপস্থিত করতে না পারলে যেন ওই প্রতিবেদককে সংবাদমাধ্যমটি থেকে বরখাস্ত করা হয় এবং নোটিশের উত্তর না দিলে পরবর্তীতে নোটিশ ছাড়াই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে — আইনি নোটিশে উল্লেখ করা হয়।
তানভীর হাসান সৈকত বলেন, ‘রিপোর্ট দেখে মনে হয়েছে সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও বানানো গল্প তাই প্রাথমিক বিষয় হিসেবে আইনি নোটিশ দেওয়া হয়েছে৷ অভিযোগের প্রেক্ষিতে প্রমাণ হাজির করতে না পারলে এবং নোটিশের জবাব না দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করব।’
এ বিষয় ডেইলি অবজারভারের ঢাবি প্রতিবেদক তাওসিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তথ্য সংগ্রহ থেকে শুরু করে সংবাদ প্রকাশ পর্যন্ত প্রতিটি ধাপে সাংবাদিকতার নীতি ও নৈতিকতা অনুসরণ করেছি।’
চাঁদা দাবির বিষয়ে ডাসের মালিক আদনানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় স্ন্যাক্স (ডাস) থেকে চাঁদা দাবির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় ইংরেজি জাতীয় দৈনিক ‘ডেইলি অবজারভারের’ সম্পাদক, রিপোর্টার ইন চিফ ঢাবি প্রতিবেদককে পৃথক পৃথকভাবে আইনি নোটিশ পাঠিয়েছে শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম নোমান হোসেন তালুকদারের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়।
আইনি নোটিশের বিষয়ে মাজহারুল কবির শয়ন আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, ‘আলাদা করে আমার কোনো বক্তব্য নেই। নোটিশের বক্তব্য-ই আমার বক্তব্য।’
গত ৬ আগস্ট ‘মালিক ছাত্রলীগের চাহিদা পূরণ করতে না পারায় ঢাবিতে স্ন্যাক্সের দোকান বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ক্যাম্পাসের টিএসসির ডাস ক্যাফেটেরিয়া থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মী। এ জন্য তারা ডাস ক্যাফেটেরিয়ার ব্যবস্থাপকদের বিরুদ্ধে পঁচা ও নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ তোলেন। এই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেন ছাত্রলীগের নেতা কর্মীরা।
কয়েক দিন আগে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে ডাস ক্যাফেটেরিয়া বন্ধ করে দেওয়া হয়। একপর্যায়ে দোকানটি খুলতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শয়ন ও সাধারণ সম্পাদক সৈকতের পক্ষ থেকে ছাত্রলীগের এক নেতা ডাস ক্যাফেটেরিয়ার মালিকের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মাজহারুল কবির শয়ন ক্যাম্পাসের সামাজিক বিজ্ঞান চত্বরের ‘ডিইউ কফি হাট’ নামক দোকান থেকে চার লাখ টাকা চাঁদা নিয়েছেন বলেও উল্লেখ করা হয় অবজারভারের প্রতিবেদনে।
সাত দিনের মধ্যে প্রকাশিত প্রতিবেদনের তথ্য-প্রমাণ উপস্থিত করতে না পারলে যেন ওই প্রতিবেদককে সংবাদমাধ্যমটি থেকে বরখাস্ত করা হয় এবং নোটিশের উত্তর না দিলে পরবর্তীতে নোটিশ ছাড়াই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে — আইনি নোটিশে উল্লেখ করা হয়।
তানভীর হাসান সৈকত বলেন, ‘রিপোর্ট দেখে মনে হয়েছে সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও বানানো গল্প তাই প্রাথমিক বিষয় হিসেবে আইনি নোটিশ দেওয়া হয়েছে৷ অভিযোগের প্রেক্ষিতে প্রমাণ হাজির করতে না পারলে এবং নোটিশের জবাব না দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করব।’
এ বিষয় ডেইলি অবজারভারের ঢাবি প্রতিবেদক তাওসিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তথ্য সংগ্রহ থেকে শুরু করে সংবাদ প্রকাশ পর্যন্ত প্রতিটি ধাপে সাংবাদিকতার নীতি ও নৈতিকতা অনুসরণ করেছি।’
চাঁদা দাবির বিষয়ে ডাসের মালিক আদনানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।
অবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৪ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
১২ মিনিট আগেবরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরল ইসলাম মনি বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা দীর্ঘসময় ক্ষমতায় থাকাকালীন বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছেন। আমিও অনেক নির্যাতনের শিকার হয়েছি। অনেক হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছেন। তাদের আর মাথাচাড়া দিয়
৩২ মিনিট আগেহলে আধিপত্য বিস্তার ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সক্রিয় করাকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে গত রোববার রাতে সংঘর্ষ হয়।
৪০ মিনিট আগে