রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮: ০১
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮: ৩০
ফাইল ছবি

রাজধানীর দক্ষিণখানে ট্রাকচাপায় মাহমুদুল হাসান মাসুম (৩৮) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দুপুর সোয়া ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ রোববার সকাল ১০টার দিকে দক্ষিণখান শহীদনগর এলাকায় ঘটনাটি ঘটে। তিনি গাজীপুর পুবাইলে ইউনিলিভার ডিপোর পরিবহন শাখায় চাকরি করতেন।

নিহত মাসুমের সহকর্মী এনামুল হক ওয়াসির বলেন, তারা দক্ষিণখান ময়নারটেক এলাকায় থাকেন। দুজনই গাজীপুর পুবাইলে ইউনিলিভার ডিপোতে চাকরি করেন। মাসুম পরিবহন শাখায় ছিলেন। সকালে বাসা থেকে মোটরসাইকেলযোগে একসঙ্গে অফিসে যাচ্ছিলেন তারা। মাসুম পেছনে বসা ছিলেন। একপর্যায়ে দক্ষিণখান শহীদনগর এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে মাসুম পরে যায়। এ সময় একটি ট্রাক তাঁকে চাপা দেয়। তিনি নিজেও সামান্য আহত হন। পরে মাসুমকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাসুমের বন্ধু হাসিবুল কবির বলেন, তাদের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার দশবাহা গ্রামে। মাসুমের বাবার নাম ইব্রাহিম খলিল। দক্ষিণখান ময়নাটেক এলাকায় থাকতেন। সকালে মোটরসাইকেলযোগে গাজীপুর অফিসে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, দুপুরে দক্ষিণখান এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, ট্রাকচাপায় আহত হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পোশাক রপ্তানিতে নতুন সুযোগের দরজা খুলছে

রাতারাতি ফেরানো যাবে না হাসিনাকে

বেতন-ভাতা নিয়ে ক্ষোভে জাহাজের মাস্টারকে হত্যা, তথ্য ফাঁসের ভয়ে আরও ৬ খুন: র‍্যাব

জনপ্রশাসন সংস্কার: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে প্রশাসন ক্যাডারদের সভা

লাঞ্ছিত মুক্তিযোদ্ধার ১০০ কোটি টাকার মানহানির মামলা, শীর্ষ ২ আসামি জামায়াতের বহিষ্কৃত সমর্থক

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত