ডেমরায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিদ্যুৎ অফিসে গ্রাহকদের বিক্ষোভ

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২২: ২০
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২২: ৫৩

রাজধানীর ডেমরায় বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ডিপিডিসি অফিসের সামনে বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে বিক্ষুব্ধ ব্যক্তিরা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে জড়ো হয়ে সমস্যাগুলো প্রকৌশলীর কাছে তুলে ধরেন। 

সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগীরা জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আব্দুল বাকী ও বিএনপি নেতা কাজী জহিরুল ইসলামের নেতৃতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 

এ সময় ভুক্তভোগী গ্রাহকদের হট্টগোলে নির্বাহী প্রকৌশলীর কক্ষে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে নির্বাহী প্রকৌশলী তাঁদের বুঝিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। 

গ্রাহকদের দাবির মধ্যে রয়েছে প্রিপেইড মিটারের পরিবর্তে পূর্বের মতো পোস্ট পেইড মিটার সংযোগ, অসংগতিপূর্ণ বিদ্যুৎ বিল, মিটার চার্জ ও অতিরিক্ত চার্জ হতে অব্যাহতিসহ সব অনিয়ম ও ভৌতিক আর্থিক ক্ষতিসাধন থেকে রক্ষা করতে হবে। 

এ সময় হয়রানির শিকার বিক্ষুব্ধ গ্রাহকেরা ডেমরা ডিপিডিসিকে সাত দিনের আলটিমেটাম দেন। 

বিক্ষোভে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী, রসুলবাগ, আদর্শনগর, সানারপাড়, মদানীনগর, নয়াআটি মুক্তিনগর, বাগমারাসহ ডেমরার বিভিন্ন এলাকার কয়েক শ গ্রাহক অংশ নেন। 

এ বিষয়ে ডেমরা ডিপিডিসি অফিসের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম বলেন, ‘এক দিনের মধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত