নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তিনটি ব্যাংকের দুই পদের লিখিত পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত হওয়া পরীক্ষা দুটি আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (এইউএসটি) নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার আইটি এবং জনতা ও সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সিনিয়র অফিসার আইটি পদের পরীক্ষা ১৩ নভেম্বর এবং অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা ২০ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) ও জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে, বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) এক সংবাদ সম্মেলনে জানায়, রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা জড়িত। এ ঘটনায় ওই কর্মকর্তাকে গ্রেপ্তারও করেছে ডিবি।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৬ নভেম্বর পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার প্রশ্ন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়কে। এই পরীক্ষারই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তাসহ প্রশ্ন জালিয়াতি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি।
অন্যদিকে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালকে ব্যাখ্যা দিতে চিঠি দেওয়া হয়েছে। ১৪ নভেম্বরের মধ্যে এ চিঠির জবাব দিতে বলা হয়েছে তাদের। চিঠির জবাব পাওয়ার পরেই অনুষ্ঠিত হওয়া পরীক্ষা বাতিল করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক।
তিনটি ব্যাংকের দুই পদের লিখিত পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত হওয়া পরীক্ষা দুটি আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (এইউএসটি) নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার আইটি এবং জনতা ও সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সিনিয়র অফিসার আইটি পদের পরীক্ষা ১৩ নভেম্বর এবং অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা ২০ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) ও জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে, বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) এক সংবাদ সম্মেলনে জানায়, রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা জড়িত। এ ঘটনায় ওই কর্মকর্তাকে গ্রেপ্তারও করেছে ডিবি।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৬ নভেম্বর পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার প্রশ্ন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়কে। এই পরীক্ষারই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তাসহ প্রশ্ন জালিয়াতি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি।
অন্যদিকে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালকে ব্যাখ্যা দিতে চিঠি দেওয়া হয়েছে। ১৪ নভেম্বরের মধ্যে এ চিঠির জবাব দিতে বলা হয়েছে তাদের। চিঠির জবাব পাওয়ার পরেই অনুষ্ঠিত হওয়া পরীক্ষা বাতিল করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক।
সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
১০ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
৩২ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
৪২ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
২ ঘণ্টা আগে