হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের ধাক্কায় আরেক মোটরসাইকেলচালক নিহত

ঢামেক প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ১৭: ৫৮
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১৯: ৩০

রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের ধাক্কায় আরেক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহতের নাম জাবের হোসেন (৪৬)। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। 

মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। 

পথচারী ইমরান হোসেন জানান, বেলা আড়াইটার দিকে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে ওই ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অপর একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পরে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে এলে তাঁর মৃত্যু হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার থেকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি তদন্ত করতে যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে। 

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন জাবের হোসেনের ছেলে মেঘদাত হোসেন তোহা। তিনি জানান, তাঁদের বাসা শ্যামপুর ফরিদাবাদ আরশিন গেট এলাকায়। তাঁর বাবা মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। তিনি বলেন, ‘বাবার সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে এসে মৃতদেহ দেখতে পাই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত