উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় মানব পাচারের অভিযোগে তিন নারীসহ আটকজনকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ওমর ফারুক (৪২), জীবন আকন্দ (২৯), জাহাঙ্গীর আলম (৩৮), মো. ফাইম (২২), সজীব মিয়া (২৮), সালমা আক্তার (২০), বিলকিস আক্তার (২০) ও মোছা. শান্তনা (২০)।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৭ নম্বর সেক্টরের সিটি গেস্টহাউসে অভিযান চালিয়ে তিন নারী ও পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা মানব পাচার চক্রের সদস্য ও মাদক কারবারি। সেই সঙ্গে হোটেলের অন্তরালে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।’
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি হাফিজ বলেন, ‘তারা দীর্ঘদিন ধরে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় বাসা ও হোটেল ভাড়া নিয়ে বিভিন্ন বয়সী যুবতীদের দিয়ে দেহ ব্যবসা, পতিতাবৃত্তি ও মাদক কারবার করে আসছিল।’
উল্লেখ্য, এর আগে উত্তরা ১১ নম্বর সেক্টরের গরিব-ই-নেওয়াজ অ্যাভিনিউ সড়কের হোটেলে ‘লা-স্কাই’ গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চার নারীসহ ১১ জনকে একই অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।
রাজধানীর উত্তরায় মানব পাচারের অভিযোগে তিন নারীসহ আটকজনকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ওমর ফারুক (৪২), জীবন আকন্দ (২৯), জাহাঙ্গীর আলম (৩৮), মো. ফাইম (২২), সজীব মিয়া (২৮), সালমা আক্তার (২০), বিলকিস আক্তার (২০) ও মোছা. শান্তনা (২০)।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৭ নম্বর সেক্টরের সিটি গেস্টহাউসে অভিযান চালিয়ে তিন নারী ও পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা মানব পাচার চক্রের সদস্য ও মাদক কারবারি। সেই সঙ্গে হোটেলের অন্তরালে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।’
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি হাফিজ বলেন, ‘তারা দীর্ঘদিন ধরে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় বাসা ও হোটেল ভাড়া নিয়ে বিভিন্ন বয়সী যুবতীদের দিয়ে দেহ ব্যবসা, পতিতাবৃত্তি ও মাদক কারবার করে আসছিল।’
উল্লেখ্য, এর আগে উত্তরা ১১ নম্বর সেক্টরের গরিব-ই-নেওয়াজ অ্যাভিনিউ সড়কের হোটেলে ‘লা-স্কাই’ গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চার নারীসহ ১১ জনকে একই অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।
একজন ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ওমর ফারুক চৌধুরীর বাড়ির কাজের লোক। আরেকজন হুন্ডির কারবারি। কিন্তু সাবেক এমপির আশীর্বাদে দুজনেই হয়েছিলেন দুই উপজেলার চেয়ারম্যান।
২০ মিনিট আগেজামালপুর আদালতে চেক ডিজঅনারের একটি মামলায় খোকন সরকার (৩২) নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ডের রায় দিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন সংশ্লিষ্ট বিচারক। রায় ঘোষণার এক বছর অতিবাহিত হলেও দণ্ডপ্রাপ্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছায়নি সংশ্লিষ্ট থানায়।
৩০ মিনিট আগেনারায়ণগঞ্জে চুরির অভিযোগ তুলে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। স্বীকারোক্তি পাওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
৪০ মিনিট আগেশ্যালোইঞ্জিনের ওপর নানা কাঠামো বসিয়ে তৈরি করা হয় রকমারি গাড়ি। নছিমন, করিমন, ভটভটি, স্টিয়ারিং ট্রলি, লাটাহাম্বার মতো অদ্ভুত নাম নিয়ে কুষ্টিয়ার সড়ক-মহাসড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে এই অবৈধ যান। এর কারণে প্রতিবছর জেলায় সড়ক দুর্ঘটনা বাড়ছে।
১ ঘণ্টা আগে