উত্তরায় ফের মানব পাচারের অভিযোগে তিন নারীসহ গ্রেপ্তার ৮ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ১৬: ৫০
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৭: ১১

রাজধানীর উত্তরায় মানব পাচারের অভিযোগে তিন নারীসহ আটকজনকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন ওমর ফারুক (৪২), জীবন আকন্দ (২৯), জাহাঙ্গীর আলম (৩৮), মো. ফাইম (২২), সজীব মিয়া (২৮), সালমা আক্তার (২০), বিলকিস আক্তার (২০) ও মোছা. শান্তনা (২০)। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৭ নম্বর সেক্টরের সিটি গেস্টহাউসে অভিযান চালিয়ে তিন নারী ও পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা মানব পাচার চক্রের সদস্য ও মাদক কারবারি। সেই সঙ্গে হোটেলের অন্তরালে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।’ 

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি হাফিজ বলেন, ‘তারা দীর্ঘদিন ধরে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় বাসা ও হোটেল ভাড়া নিয়ে বিভিন্ন বয়সী যুবতীদের দিয়ে দেহ ব্যবসা, পতিতাবৃত্তি ও মাদক কারবার করে আসছিল।’ 

উল্লেখ্য, এর আগে উত্তরা ১১ নম্বর সেক্টরের গরিব-ই-নেওয়াজ অ্যাভিনিউ সড়কের হোটেলে ‘লা-স্কাই’ গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চার নারীসহ ১১ জনকে একই অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত