Ajker Patrika

সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা, তীব্র যানজট

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ২০: ৪৬
রাজধানীর সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। পাঁচ দফা দাবিতে আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাব এলাকা, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, বিকেলে সাত কলেজের শিক্ষার্থীরা ভর্তির আসন কমানোসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাবির প্রোভিসি এবং কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলতে যান।

রাজধানীর সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

সাত কলেজের শিক্ষার্থীদের দাবির প্রতি গুরুত্ব না দেওয়ার প্রতিক্রিয়ায় সড়ক অবরোধ করেন তাঁরা।

ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ বলেন, সাত কলেজে ভর্তির আসন কমানোসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসিসহ ইউনিটের দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে দেখা করেন। শিক্ষকেরা নাকি তাঁদের কথার কোনো গুরুত্ব দেননি। তাই তাঁরা তাঁদের দাবি মেনে নেওয়ার দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ করেছেন।

তিনি বলেন, সায়েন্স ল্যাবরেটরি মোড়েসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে; শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না; শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে; নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে; সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে, মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত