নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্দোলনে ইন্ধনদাতা হিসেবে দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
আজ মঙ্গলবার ঢাকার সাভার ও কক্সবাজারের রামু এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই আনসার সদস্য হলেন—মো. সোহাগ মিয়া ও মো. মিজানুর রহমান তুহিন। আনসার আন্দোলনে তাঁরা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
ইনামুল হক সাগর জানান, আনসার সদস্য মো. সোহাগ মিয়াকে মঙ্গলবার সাভার থেকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পারমাস্তল গ্রামে। অপর আনসার সদস্য মো. মিজানুর রহমান তুহিনকে একই দিনে কক্সবাজারের রামু থানাধীন কাউয়ারখোপ ইউনিয়নের দুর্গম টিলাপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে গ্রেপ্তার করে কক্সবাজার জেলা পুলিশ। তিনি কক্সবাজার জেলার কক্সবাজার সদরের চৌফলদন্ডী গ্রামের বাসিন্দা।
এর আগে রাজধানীর শাহবাগ, পল্টন ও রমনা থানায় করা একাধিক মামলায় ৩৯২ জন আনসার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁদেরকে কারাগারে পাঠানো হয়। এসব মামলায় যারা পলাতক রয়েছেন তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের কিছুদিন পরেই চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনে নামে আনসার সদস্যরা। দাবি পূরণের আশ্বাস দেওয়ার পরও সড়ক অবরোধ, সচিবালয় অবরোধসহ আন্দোলন চালিয়ে যান তাঁরা। গত ২৫ আগস্ট সচিবালয়ে উপদেষ্টাদের ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে আনসার ও শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।
আন্দোলনে ইন্ধনদাতা হিসেবে দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
আজ মঙ্গলবার ঢাকার সাভার ও কক্সবাজারের রামু এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই আনসার সদস্য হলেন—মো. সোহাগ মিয়া ও মো. মিজানুর রহমান তুহিন। আনসার আন্দোলনে তাঁরা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
ইনামুল হক সাগর জানান, আনসার সদস্য মো. সোহাগ মিয়াকে মঙ্গলবার সাভার থেকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পারমাস্তল গ্রামে। অপর আনসার সদস্য মো. মিজানুর রহমান তুহিনকে একই দিনে কক্সবাজারের রামু থানাধীন কাউয়ারখোপ ইউনিয়নের দুর্গম টিলাপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে গ্রেপ্তার করে কক্সবাজার জেলা পুলিশ। তিনি কক্সবাজার জেলার কক্সবাজার সদরের চৌফলদন্ডী গ্রামের বাসিন্দা।
এর আগে রাজধানীর শাহবাগ, পল্টন ও রমনা থানায় করা একাধিক মামলায় ৩৯২ জন আনসার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁদেরকে কারাগারে পাঠানো হয়। এসব মামলায় যারা পলাতক রয়েছেন তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের কিছুদিন পরেই চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনে নামে আনসার সদস্যরা। দাবি পূরণের আশ্বাস দেওয়ার পরও সড়ক অবরোধ, সচিবালয় অবরোধসহ আন্দোলন চালিয়ে যান তাঁরা। গত ২৫ আগস্ট সচিবালয়ে উপদেষ্টাদের ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে আনসার ও শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব এলাকার সাহেলা বেগম নিজের ও তাঁর সন্তানের চিকিৎসার জন্য এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ফেরত যেতে বাধ্য হন তিনি। অন্যদিকে চরমথুরার শ্বাসকষ্টের রোগী আবুল কালাম সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টার সময়ও চিকিৎসক দেখাতে
১ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া একই কারণে সিটি করপোরেশনের স্থায়ী দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৭ মিনিট আগেরাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
১ ঘণ্টা আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
২ ঘণ্টা আগে