মহিউদ্দিন রনির আন্দোলনের বিষয়ে জানতে চান হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জুলাই ২০২২, ১২: ৫৮
Thumbnail image

রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির আন্দোলনের বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অব্যবস্থাপনার বিষয়ে দুদক কী ব্যবস্থা নিয়েছে, সেটাও জানতে চেয়েছেন আদালত।

এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষের আইনজীবীকে খোঁজ নিয়ে জানাতে মৌখিক নির্দেশ দেন।

পরে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি কমিশনকে অবহিত করেছি। অফিস তথ্য উপাত্ত দিয়ে আমাকে জানালে আমি আদালতকে জানিয়ে দেব।’ 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ‘আদালত জানতে চেয়েছেন, টিকিট কালোবাজারি এবং অব্যবস্থাপনা নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিনের আন্দোলনের যৌক্তিকতা নিয়েও জানতে চেয়েছেন আদালত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত