ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে ছাত্রলীগের তথাকথিত ‘গেস্টরুমে’ অচেতন হয়ে পড়েন এক শিক্ষার্থী। এ ঘটনায় তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি করেছে হল প্রশাসন।
জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে ছাত্রলীগের গেস্টরুমে অচেতন হয়ে পড়েন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিয়ামুল ইসলাম। ছাত্রলীগ করা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা গেস্টরুমে ছিলেন তখন। তাঁদের নেতৃত্বে ছিলেন হলের শীর্ষ পদপ্রত্যাশী রাব্বি আহমেদ, সাদিক হাসান ও সাবাত আল ইসলাম। তাঁরা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারী হিসেবে পরিচিত।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে জানান, দীর্ঘসময় ধরে গেস্টরুমে ছিলেন তাঁরা। তখন নিয়ামুল ‘খারাপ লাগছে’ বললেও তাঁকে যেতে দেওয়া হয়নি। একপর্যায়ে মাথা ঘুরে পড়ে গেলে তাঁকে কক্ষে নিয়ে মাথায় পানি দেওয়া হয়। তাঁকে কোনো ধরনের শারীরিক নির্যাতন করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে রাব্বি আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের পরে সিনিয়র-জুনিয়র মিলে বসে কীভাবে ঈদের ছুটি কেটেছে তা নিয়ে পারস্পরিক খোঁজখবর নেওয়া হচ্ছিল। কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না, কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি। কোনো ধরনের চিকিৎসারও প্রয়োজন হয়নি। গরমের কারণে এ রকম হয়েছে।’
এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির প্রধান আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শাহ মিরান। বাকি সদস্যরা হলেন আবাসিক শিক্ষক মোহা. জাহাঙ্গীর হোসেন ও আবু হোসেন মুহাম্মদ আহসান।
এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, ‘ঘটনা সম্পর্কে জেনেছি। খোঁজখবর নেওয়া হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে ছাত্রলীগের তথাকথিত ‘গেস্টরুমে’ অচেতন হয়ে পড়েন এক শিক্ষার্থী। এ ঘটনায় তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি করেছে হল প্রশাসন।
জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে ছাত্রলীগের গেস্টরুমে অচেতন হয়ে পড়েন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিয়ামুল ইসলাম। ছাত্রলীগ করা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা গেস্টরুমে ছিলেন তখন। তাঁদের নেতৃত্বে ছিলেন হলের শীর্ষ পদপ্রত্যাশী রাব্বি আহমেদ, সাদিক হাসান ও সাবাত আল ইসলাম। তাঁরা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারী হিসেবে পরিচিত।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে জানান, দীর্ঘসময় ধরে গেস্টরুমে ছিলেন তাঁরা। তখন নিয়ামুল ‘খারাপ লাগছে’ বললেও তাঁকে যেতে দেওয়া হয়নি। একপর্যায়ে মাথা ঘুরে পড়ে গেলে তাঁকে কক্ষে নিয়ে মাথায় পানি দেওয়া হয়। তাঁকে কোনো ধরনের শারীরিক নির্যাতন করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে রাব্বি আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের পরে সিনিয়র-জুনিয়র মিলে বসে কীভাবে ঈদের ছুটি কেটেছে তা নিয়ে পারস্পরিক খোঁজখবর নেওয়া হচ্ছিল। কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না, কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি। কোনো ধরনের চিকিৎসারও প্রয়োজন হয়নি। গরমের কারণে এ রকম হয়েছে।’
এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির প্রধান আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শাহ মিরান। বাকি সদস্যরা হলেন আবাসিক শিক্ষক মোহা. জাহাঙ্গীর হোসেন ও আবু হোসেন মুহাম্মদ আহসান।
এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, ‘ঘটনা সম্পর্কে জেনেছি। খোঁজখবর নেওয়া হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে শ্রদ্ধা জানান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর মো. এনামউল্যা। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে হাবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে তিনি সমাধিসৌধ পরিদর্শন, কবর জিয়ারত
১ ঘণ্টা আগেখাগড়াছড়ির পানছড়ির লতিবান ইউনিয়নে গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে অবরোধ থেকে শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
১ ঘণ্টা আগেরাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা সিটি করপোরেশনের কিছু এলাকায় বর্জ্য সংগ্রহ কাজের হাতবদল হচ্ছে। এবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ময়লা-বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন বিএনপির ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর-১৪ নম্বরে ডায়না গার্মেন্টসের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন। তারা মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত সড়ক বিক্ষোভ করে রাস্তা অবরোধের চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
২ ঘণ্টা আগে