ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ০২
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ২৮

ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানি বন্ধ ও একটি বেসরকারি টেলিভিশনের বার্তাপ্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। আজ বুধবার বেলা ১১টায় রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘অবিলম্বের একটি বেসরকারির টেলিভিশনের বার্তাপ্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সারা দেশে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানি বন্ধের জোর দাবি জানাই।’

রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক করিম ইসহাকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, অর্থ ও দপ্তর সম্পাদক সুমন বিশ্বাস, রিপোর্টার ক্লাবের সভাপতি সাংবাদিক লিটন চক্রবর্তী, সহসভাপতি আজু শিকদার, সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ, একটি স্থানীয় দৈনিকের সম্পাদক ফকির জাহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত