Ajker Patrika

গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুরে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ফজলুল হক (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল গ্রামে এ ঘটনা ঘটে। ফজলুল হক একই গ্রামের জহুর আলীর ছেলে। 

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বজ্রপাতে ওই ব্যক্তির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ফজলুল হক দুপুরে মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে ফিরছিল। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন তিনি। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে তার মরদেহ স্বজনেরা বাড়ি নিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত