বায়ুদূষণ: নির্দেশনা বাস্তবায়নে ২ সপ্তাহ সময় দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ২২: ১১
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ২৩: ০০

বায়ুদূষণ রোধে জারি করা ৯ দফা নির্দেশনা বাস্তবায়নে দুই সপ্তাহ সময় দিয়েছেন হাইকোর্ট। ওই সময়ের পর পরিবেশ অধিদপ্তরকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ-সংক্রান্ত সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ আদেশ দেন।  

এর আগে বায়ুদূষণে বারবার ঢাকা প্রথম হওয়া নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সম্পূরক আবেদন করেন পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট মনজিল মোরসেদ। 

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। 

আদালত শুনানিতে পরিবেশ অধিদপ্তর ও সিটি করপোরেশনের আইনজীবীর উদ্দেশে বলেন, আপনাদের সন্তানেরা বিদেশে থাকে, তাই দেশের বায়ুদূষণ নিয়ে মাথাব্যথা নেই। ওষুধ দিলেন, মশা তো নিয়ন্ত্রণ করতে পারলেন না। অনেক মানুষ মশার কামড়ে মারা গেছেন। মশা মারেন। শুধু ভিআইপি রাস্তায় পানি ছিটালে হবে? ভিআইপি রাস্তা তো এমনিতেই পরিষ্কার থাকে। সব রাস্তায় পানি ছিটান। সিটি করপোরেশনের কাজটা কী? 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও মনজিল মোরসেদ বিষয়টি নিশ্চিত করেছেন। বায়ুদূষণ রোধে ২০২০ সালের জানুয়ারিতে ৯ দফা নির্দেনা দেন হাইকোর্ট। মনজিল মোরসেদের অভিযোগ এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না।

আরও পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত