Ajker Patrika

ধলেশ্বরী টোল প্লাজায় বাসে আগুন, আহত ৩ যাত্রী 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৮: ১০
ধলেশ্বরী টোল প্লাজায় বাসে আগুন, আহত ৩ যাত্রী 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনজন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও টোল প্লাজায় কর্মরত শ্রমিকেরা জানান, ইসলাম পরিবহনের একটি বাস ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছিল। বাসটি ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছে টোল আদায় করার সময় দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ বাসের ইঞ্জিনে আগুন লেগে যায় এবং মুহূর্তেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। 

আগুনে পুড়ে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকাপরে টোল প্লাজার লোকজন বাসের কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সামান্য আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। 

বাসটি ছাড়াও আগুনে টোল প্লাজার মেইন কেব্‌ল, কম্পিউটার, ১০টি সিসি ক্যামেরা এবং একটি ডায়নামিক ম্যাসেজ সাইনের (ডিএমএস) ৫০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা বলেন, দুপুরে টোল বুথে বাসটি পৌঁছালে অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বাসটির যান্ত্রিক ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে। 

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শুক্রবার দুপুর ১২টা ১৬ মিনিটে তাঁরা আগুনের খবর পায়। পরে স্টেশনের দুটি ইউনিটের ২০ মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত বাসটিকে সরিয়ে নেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ড কী কারণে ঘটেছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত