Ajker Patrika

শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে: সালমান এফ রহমান

দোহার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ২১: ০১
শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘অনেকেই বলছেন যে নির্বাচনে আসবেন না। আপনারা নির্বাচনে অংশ নেন বা না নেন, সেটা আপনাদের বিষয়। কিন্তু সংবিধান অনুযায়ী সময়মতো শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। তাই আপনারা আপনাদের আন্দোলন বাদ দিয়ে নির্বাচনে আসেন। জনগণ ভোট দিলে আপনারা ক্ষমতায় যাবেন।’

আজ বুধবার ঢাকার দোহারে এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সালমান ফজলুর রহমান এসব কথা বলেন। 

সালমান এফ রহমান বলেন, ‘আমি বিএনপির ভাইদের বলব, আপনারা নির্বাচনে আসেন, জনগণ আপনাদের ভোট দিলে আপনারা ক্ষমতায় আসবেন। নির্বাচনে না আসলে ক্ষমতায় আসবেন কীভাবে?’ 

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘আমাদের দোহার-নবাবগঞ্জে অনেক অনাবাদি কৃষিজমি রয়েছে। প্রধানমন্ত্রী সব সময় একটা কথা বলেন, এক ইঞ্চি কৃষিজমিও অনাবাদি রাখা যাবে না। আমি তাঁর কথার সঙ্গে একমত হয়ে বলতে চাই, আমাদের দোহার-নবাবগঞ্জের এক ইঞ্চি কৃষিজমিও অনাবাদি রাখব না। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নতুন কোনো প্রকল্প এনে অনাবাদি জমিগুলো কাজে লাগানোর ব্যবস্থা করব।’ 

তিনি আরও বলেন, ‘আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের চেহারায় এখন আর পুষ্টিহীনতা, রোগাক্রান্ত, ফ্যাকাশে, মলিনতার ছাপ নেই। আমাদের কৃষির অগ্রগতির কারণেই আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ দেবাশীষ সরকার, ঢাকা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. তাজুল ইসলাম পাটওয়ারী, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, পৌর মেয়র মো. আলমাছ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কালাম, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক ও আট ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। 

সমাবেশে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। পরে সালমান এফ রহমান শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটেন এবং দোহারে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের মহাসমাবেশে যোগ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত