Ajker Patrika

কলাবাগান থেকে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
কলাবাগান থেকে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগানের এক বাসা থেকে নাইম আহমেদ (১৮) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। 

আজ শনিবার দুপুর ১টার দিকে কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিটের একটি সাত ভবন থেকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে কলাবাগানের ওই বাসা থেকে থানায় খবর আসে ওই বাসার গৃহকর্মীকে পাওয়া যাচ্ছে না। পরে পরিবারের লোকজনকে থানায় এসে জিডি করতে বলা হয়। এর কিছুক্ষণ পর ওই বাসার গৃহকর্তা হারুন অর রশিদ জানান, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় নিখোঁজ গৃহকর্মীকে পাওয়া গেছে। 

পরে পুলিশ গিয়ে ওই বাসার সাততলা থেকে ফ্যানের সঙ্গে নিজের পরনের পাঞ্জাবির সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

গৃহকর্তা হারুন অর রশিদের বরাত দিয়ে ওসি জানান, নাইমের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলায়। আট মাস ধরে ওই বাসায় কাজ করতেন তিনি। গত কয়েক দিন নাইম বলত সে চলে যাবে। কিন্তু কোথায় চলে যাবে বলত না। বাসার লোকজন মনে করত দেশের বাড়ি চলে যাবে। সে যে একেবারেই চলে যাবে এটা কেউ বুঝতে পারে নাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত