Ajker Patrika

ঢামেকের জরুরি বিভাগে আহত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা 

জবি সংবাদদাতা 
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২০: ২৬
ঢামেকের জরুরি বিভাগে আহত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা 

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় ঢামেকের জরুরি বিভাগে অতর্কিত লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় ৩০-৪০ জন ছাত্রলীগের নেতা-কর্মী।

আহত শিক্ষার্থীদের সঙ্গে আসা আন্দোলনকারী আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আমাদের এক বড় ভাইকে নিয়ে এসেছি, হঠাৎ করে ছাত্রলীগের একজন রামদা নিয়ে দৌড় দিয়ে আসে, তাঁর পেছন পেছন আরও আসা শুরু করে। এসময় এখানে কর্তব্যরত আনসার সদস্যরা আমাদের ধরে রেখেছে, কিন্তু ছাত্রলীগ আমাদের মারছে তাঁদের কিছু করছে না।’

চিকিৎসা নিতে আসা আহত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ওপর হাসপাতালে তিন থেকে চারবার অতর্কিত হামলা করা হয়েছে। ভাঙ্গা লাঠি দিয়ে হাতে আঘাত করা হয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন আরশাদ হোসাইন বলেন, ‘এখানে সবাই চিকিৎসা নেয়ার জন্য আসছে। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষ জনও ঠিকভাবে চিকিৎসা নিতে পারে সে পরিবেশ তৈরি করার চেষ্টা করছি।’ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত