Ajker Patrika

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির ঢামেকে মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী মনিরুজ্জামান ওরফে মাসুম (৪৮) নামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। 

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে মারা যান। গতকাল বিকেলে ওই বন্দীকে কারারক্ষীরা হাসপাতালে ভর্তি করে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘কারাগার থেকে কারা চিকিৎসকের পরামর্শে কারারক্ষীরা অসুস্থ অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’ 

জানা গেছে, ওই বন্দীকে গাজিপুর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। কেন্দ্রীয় কারাগারের চিকিৎসকের পরামর্শে গতকাল বেলা সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। চিকিৎসকেরা হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলায় ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

মনিরুজ্জামান ওরফে মাসুমের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর গ্রামে। বাবার নাম মজিবর রহমান। ঈশ্বরদী থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিল। তার কয়েদি নম্বর-৪৬৮১ /এ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত