নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আনুষ্ঠানিকভাবে মেয়াদ শেষ হয়ে গেছে ১৪ ফেব্রুয়ারি। শেষ দিনের সংবাদ সম্মেলনেও নির্বাচন আয়োজনে নিজেকে সফল দাবি করে গেছেন সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। যদিও একই কার্যালয়ে আলাদা সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার দাবি করেন, গণতন্ত্র নেই, পড়ে আছে তার লাশ। তাদের দায়িত্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বক্তব্যগুলোও চলে গেছে ইতিহাসের পাতায়। তবে মানুষগুলো ঠিকই রয়ে গেছেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। পদ-পদবিসহ।
মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, এখনো হালনাগাদ হয়নি সেটি। প্রধান নির্বাচন কমিশনা ও নির্বাচন কমিশনারদের ছবিসহ পরিচয় দেওয়া রয়েছে।
ইসির জনসংযোগ শাখার একজন কর্মকর্তা জানান, নিয়মানুযায়ী কোনো কমিশনের মেয়াদ শেষ হলে প্রশাসনিক দায়িত্ব পালন করেন ইসি সচিব। যেখানে এখন আছেন হুমায়ুন কবীর খন্দকার। সদ্য সাবেক সিইসি ও কমিশনারদের ছবিসহ পরিচয় ওয়েবসাইটে থাকার বিষয়ে তিনি বলেন, ‘এটা হয়তো আইটি শাখা খেয়াল করেনি।’
এ বিষয়ে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়েবসাইটের নামগুলো শিগগিরই সরে যাবে। স্যাররা তো গতকালই শেষ অফিস করেছেন। নতুন কমিশন এলে তাঁদের নাম অন্তর্ভুক্ত হবে। আর এখন যা আছে, সেটা তাড়াতাড়ি সরবে। কাজ চলমান। এটা নিয়ে ভুল বার্তা যাওয়ার মতো কিছু ঘটবে না বলে আশা করি।’
আনুষ্ঠানিকভাবে মেয়াদ শেষ হয়ে গেছে ১৪ ফেব্রুয়ারি। শেষ দিনের সংবাদ সম্মেলনেও নির্বাচন আয়োজনে নিজেকে সফল দাবি করে গেছেন সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। যদিও একই কার্যালয়ে আলাদা সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার দাবি করেন, গণতন্ত্র নেই, পড়ে আছে তার লাশ। তাদের দায়িত্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বক্তব্যগুলোও চলে গেছে ইতিহাসের পাতায়। তবে মানুষগুলো ঠিকই রয়ে গেছেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। পদ-পদবিসহ।
মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, এখনো হালনাগাদ হয়নি সেটি। প্রধান নির্বাচন কমিশনা ও নির্বাচন কমিশনারদের ছবিসহ পরিচয় দেওয়া রয়েছে।
ইসির জনসংযোগ শাখার একজন কর্মকর্তা জানান, নিয়মানুযায়ী কোনো কমিশনের মেয়াদ শেষ হলে প্রশাসনিক দায়িত্ব পালন করেন ইসি সচিব। যেখানে এখন আছেন হুমায়ুন কবীর খন্দকার। সদ্য সাবেক সিইসি ও কমিশনারদের ছবিসহ পরিচয় ওয়েবসাইটে থাকার বিষয়ে তিনি বলেন, ‘এটা হয়তো আইটি শাখা খেয়াল করেনি।’
এ বিষয়ে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়েবসাইটের নামগুলো শিগগিরই সরে যাবে। স্যাররা তো গতকালই শেষ অফিস করেছেন। নতুন কমিশন এলে তাঁদের নাম অন্তর্ভুক্ত হবে। আর এখন যা আছে, সেটা তাড়াতাড়ি সরবে। কাজ চলমান। এটা নিয়ে ভুল বার্তা যাওয়ার মতো কিছু ঘটবে না বলে আশা করি।’
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১ মিনিট আগেঅন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে ও তার গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন ধর্ম, বর্ণ, লিঙ্গ, মত, জাতিসত্তার মানুষ নিয়ে সাংস্কৃতিক আয়োজন করেছে গণতান্ত্রিক নাগরিক কমিটি। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার বিকেলে ‘বৈচিত্র্যের ঐক্য’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
২ মিনিট আগেনিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করার অভিযোগ উঠেছে। আজ শনিবার তিনি এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেছেন।
১৮ মিনিট আগেপিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর একজন মীর মোজাম্মেল হোসেন নাঈম (২৩)। তার এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। শোকের স্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা।
২১ মিনিট আগে