Ajker Patrika

মির্জাপুরে করোনার টিকা দিতে গিয়ে অটোরিকশা উল্টে মৃত্যু

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২: ৫৭
মির্জাপুরে করোনার টিকা দিতে গিয়ে অটোরিকশা উল্টে মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে করোনার টিকা দিতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় অটোরিকশায় থাকা অন্যরা অক্ষত থাকলেও চালক জুয়েল আহত হয়েছেন। তাঁকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সকালে গোড়াই-সখীপুর সড়কের হাঁটুভাঙা সিরামিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম আজগানা ইউনিয়নের কুরাতলী গ্রামের মুন্নাপ দেওয়ানের ছেলে। 

আহত চালক জুয়েল জানান, সকালে কুরাতলী গ্রাম থেকে আব্দুর রহিম ও তাঁর স্ত্রীসহ আশপাশের বাড়ির আটজনকে নিয়ে করোনাভাইরাসের টিকা দেওয়ার জন্য জামুর্কীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। পথে ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে আব্দুর রহিম অটোর নিচে চাপা পড়ে মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

আজগানা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

এদিকে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আইয়ূব খান বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত