নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভ্রূণ হত্যার অভিযোগ এনে পুলিশ সদর দপ্তরের সাপ্লাই শাখার সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছিলেন ভুক্তভোগী এক নারী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে অভিযোগটি আমলে নিয়ে এক যুগ্ম সচিবকে তদন্তের দায়িত্বও দিয়েছিলেন। তদন্ত চলাকালীন সেই কর্মকর্তার সঙ্গেই এবার সরকারি কাজে বিদেশ যাচ্ছেন অভিযুক্তসহ তিন কর্মকর্তা।
গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার উপ সচিব আব্দুল মতিন স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে দেখা গেছে, সোমবার ২১ মার্চ থেকে পরবর্তী কয়েক দিনের মধ্যে পাঁচ দিনের জন্য তাদের আমেরিকা যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে ‘মোবাইল নজরদারি টাওয়ারে’ ফ্যাক্টরি একসেপটেন্স টেস্টের জন্য তারা যাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবুল ফজল মীরের সঙ্গে যাচ্ছেন সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মহিউদ্দিন ফারুকী ও অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম।
খোঁজ নিয়ে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই যুগ্ম সচিব ইতিমধ্যে দুদিন আগে বিদেশে পাড়ি দিয়েছেন। আর পুলিশ কর্মকর্তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। তবে তারাও গিয়েছেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখায় যোগাযোগ করলেও তারা কোনো তথ্য দিতে পারেননি।
এদিকে ভুক্তভোগী ওই নারী আজকের পত্রিকাকে বলেছেন, ‘তাঁর লিখিত অভিযোগের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। গত ফেব্রুয়ারি ৭ তারিখে এই তদন্তকারী কর্মকর্তা যুগ্ম সচিব মো. আবুল ফজলুল মীরের সঙ্গে দেখা করে সমস্ত কাগজপত্র দিয়ে এসেছেন। সে তদন্ত চলমান। এর মাঝেই অভিযুক্তের সঙ্গে বিদেশ যাত্রায় সঠিক বিচার না পাওয়ার শঙ্কা দেখছেন তিনি।’
অন্যদিকে ওই তদন্ত চলাকালীনই ভ্রূণ হত্যার অভিযোগে মোহাম্মদ মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী। গত মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতের এই মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলাটি তদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ৮ মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার জানিয়েছেন, ইতিমধ্যে তদন্তের ভার দেওয়া হয়েছে ডিবি রমনা শাখাকে। সেই শাখার উপকমিশনার (ডিসি) আজিমুল হককে কয়েকবার ফোন দেওয়া হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভ্রূণ হত্যার অভিযোগ এনে পুলিশ সদর দপ্তরের সাপ্লাই শাখার সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছিলেন ভুক্তভোগী এক নারী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে অভিযোগটি আমলে নিয়ে এক যুগ্ম সচিবকে তদন্তের দায়িত্বও দিয়েছিলেন। তদন্ত চলাকালীন সেই কর্মকর্তার সঙ্গেই এবার সরকারি কাজে বিদেশ যাচ্ছেন অভিযুক্তসহ তিন কর্মকর্তা।
গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার উপ সচিব আব্দুল মতিন স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে দেখা গেছে, সোমবার ২১ মার্চ থেকে পরবর্তী কয়েক দিনের মধ্যে পাঁচ দিনের জন্য তাদের আমেরিকা যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে ‘মোবাইল নজরদারি টাওয়ারে’ ফ্যাক্টরি একসেপটেন্স টেস্টের জন্য তারা যাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবুল ফজল মীরের সঙ্গে যাচ্ছেন সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মহিউদ্দিন ফারুকী ও অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম।
খোঁজ নিয়ে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই যুগ্ম সচিব ইতিমধ্যে দুদিন আগে বিদেশে পাড়ি দিয়েছেন। আর পুলিশ কর্মকর্তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। তবে তারাও গিয়েছেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখায় যোগাযোগ করলেও তারা কোনো তথ্য দিতে পারেননি।
এদিকে ভুক্তভোগী ওই নারী আজকের পত্রিকাকে বলেছেন, ‘তাঁর লিখিত অভিযোগের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। গত ফেব্রুয়ারি ৭ তারিখে এই তদন্তকারী কর্মকর্তা যুগ্ম সচিব মো. আবুল ফজলুল মীরের সঙ্গে দেখা করে সমস্ত কাগজপত্র দিয়ে এসেছেন। সে তদন্ত চলমান। এর মাঝেই অভিযুক্তের সঙ্গে বিদেশ যাত্রায় সঠিক বিচার না পাওয়ার শঙ্কা দেখছেন তিনি।’
অন্যদিকে ওই তদন্ত চলাকালীনই ভ্রূণ হত্যার অভিযোগে মোহাম্মদ মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী। গত মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতের এই মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলাটি তদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ৮ মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার জানিয়েছেন, ইতিমধ্যে তদন্তের ভার দেওয়া হয়েছে ডিবি রমনা শাখাকে। সেই শাখার উপকমিশনার (ডিসি) আজিমুল হককে কয়েকবার ফোন দেওয়া হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতেরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। আজ রোববার সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ
২৯ মিনিট আগেদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছিল অবিভক্ত ব্রিটিশ-ভারতে প্রতিষ্ঠিত শতবর্ষী যশোর ইনস্টিটিউট। একটা সময় যশোরের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া জগৎ উন্নয়নে বিশেষ অবদান রাখে মাতৃস্থানীয় এ সংগঠন।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
১ ঘণ্টা আগেযশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।
১ ঘণ্টা আগে