নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যানারে না দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো দুই পক্ষই বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারী।
হামলা আহতদের মধ্যে মাসুদ মিয়া (১৭), সাব্বির হোসেন (২৫) হাবিবুর রহমান (৪০) ও কাউসার মিয়া (২৬) নাম জানা গেছে। তাঁদের মধ্যে মাসুদ ও সাব্বিরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে শ্রীনিবাসদী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। সকাল থেকে পুরস্কার বিতরণের মঞ্চ প্রস্তুত করা হয়। দুপুরে মঞ্চে ব্যানার টানানো হলে সেখানে ইউনিয়ন বিএনপির নেতা আমির হোসেনের নাম ছিল না। এর জেরে তাঁর অনুসারীরা অনুষ্ঠানের মঞ্চ ভেঙে ফেলে।
খবর পেয়ে একই ইউনিয়ন বিএনপি নেতা মাসুম শিকারির লোকজন সেখানে হাজির হলে আমির হোসেনের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো পক্ষই এ নিয়ে থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যানারে না দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো দুই পক্ষই বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারী।
হামলা আহতদের মধ্যে মাসুদ মিয়া (১৭), সাব্বির হোসেন (২৫) হাবিবুর রহমান (৪০) ও কাউসার মিয়া (২৬) নাম জানা গেছে। তাঁদের মধ্যে মাসুদ ও সাব্বিরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে শ্রীনিবাসদী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। সকাল থেকে পুরস্কার বিতরণের মঞ্চ প্রস্তুত করা হয়। দুপুরে মঞ্চে ব্যানার টানানো হলে সেখানে ইউনিয়ন বিএনপির নেতা আমির হোসেনের নাম ছিল না। এর জেরে তাঁর অনুসারীরা অনুষ্ঠানের মঞ্চ ভেঙে ফেলে।
খবর পেয়ে একই ইউনিয়ন বিএনপি নেতা মাসুম শিকারির লোকজন সেখানে হাজির হলে আমির হোসেনের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো পক্ষই এ নিয়ে থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাসার সামনে খাটিয়া। তাতে রাখা নিজ সন্তানের লাশ। নির্বাক তাকিয়ে মা নাইমুন নাহার। হয়তো তখনো কল্পনা করতে পারেনি তার ছেলে নিথর। পুরো বাড়িতে কান্নার রোল। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা-মাসহ স্বজনেরা।
১৬ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জলকে নির্যাতনের ঘটনায় রিজভী আহমেদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে
২৯ মিনিট আগেতাঁর প্রস্তাব অনুযায়ী গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বাজারদর বোর্ডে তুলে ধরতে হবে। যা নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ের দামের ওপর। কোনো বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না। এটি বাস্তবায়ন করা গেলে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা
৩৪ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে আজ রোববার বিকেলে উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে