নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটে গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫ হাজার গ্রাহকের অন্তত ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এর জেরে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে ভুক্তভোগীরা। তাঁরা বলছেন, বিশ্বাস করে বেশি মুনাফার প্রলোভনে আয়ের সবটাই এই সমিতিতে জমা করেছেন। তাই শেষ সম্বল হারিয়ে দিশেহারা অবস্থা তাঁদের।
এর আগে মঙ্গলবার রাতে গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মালিক আলাউদ্দিন হোসেনকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে রামপুরা থানার পুলিশ। পরে বুধবার পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে থানার সামনে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। এরই ধারাবাহিকতায় আজও বিক্ষোভ করছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার (১২ মে) বেলা ১১টায় রামপুরা থানার সামনে ভুক্তভোগীরা অবস্থান নেন। টাকা ফেরতের দাবিতে বনশ্রী-মেরাদিয়া সড়ক অবরোধ করেন তাঁরা।
বিক্ষোভের কথা নিশ্চিত করে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘মূল অভিযুক্তকে আমরা আটক করেছি। এ ঘটনায় একটি মামলা হয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠিয়েছি। ভুক্তভোগীরা যেন উপকৃত হন, সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি।’
ভুক্তভোগীরা অধিকাংশ নিম্ন আয়ের মানুষ উল্লেখ করে ওসি বলেন, ‘কেউ গার্মেন্টসের কর্মী, কেউ রিকশাচালক, আবার কেউ গৃহকর্মী। তাঁরা অনেক কিছু বোঝেন না। তাই না বুঝেই থানার সামনে এসে আজ বেলা ১১টা থেকে ৫০০-৭০০ জন ভুক্তভোগী সমবেত হন। কার কার কাছ থেকে টাকা নিয়েছে আমরা একটি লিস্ট করছি। তবে প্রকৃতপক্ষে কতজন ক্ষতিগ্রস্ত, সেই তালিকা পাওয়া যাচ্ছে না। কত টাকা আত্মসাৎ করেছে, এরও সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।’
এদিকে বিক্ষোভকারীর জানান, প্রায় ৫ হাজার গ্রাহকের ৩০ থেকে ৪০ কোটি টাকা আত্মসাৎ করেছেন গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মালিক আলাউদ্দিন হোসেন। গ্রাহকদের অধিকাংশই নিম্নবিত্তের। দীর্ঘদিন ধরে মুনাফার লোভ দেখিয়ে টাকা নিয়ে আর ফেরত দিচ্ছেন না।
ভুক্তভোগীদের অভিযোগ, মালিক আলাউদ্দিন হোসেন তাঁদের প্রলোভন দেখিয়েছিলেন, ব্যাংকের চেয়ে অনেক বেশি মুনাফা দেবেন। কিন্তু এখন মুনাফা তো দূরের কথা, জমানো টাকাও তিনি ফেরত দিতে পারবেন না বলে জানিয়েছেন।
রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটে গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫ হাজার গ্রাহকের অন্তত ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এর জেরে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে ভুক্তভোগীরা। তাঁরা বলছেন, বিশ্বাস করে বেশি মুনাফার প্রলোভনে আয়ের সবটাই এই সমিতিতে জমা করেছেন। তাই শেষ সম্বল হারিয়ে দিশেহারা অবস্থা তাঁদের।
এর আগে মঙ্গলবার রাতে গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মালিক আলাউদ্দিন হোসেনকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে রামপুরা থানার পুলিশ। পরে বুধবার পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে থানার সামনে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। এরই ধারাবাহিকতায় আজও বিক্ষোভ করছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার (১২ মে) বেলা ১১টায় রামপুরা থানার সামনে ভুক্তভোগীরা অবস্থান নেন। টাকা ফেরতের দাবিতে বনশ্রী-মেরাদিয়া সড়ক অবরোধ করেন তাঁরা।
বিক্ষোভের কথা নিশ্চিত করে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘মূল অভিযুক্তকে আমরা আটক করেছি। এ ঘটনায় একটি মামলা হয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠিয়েছি। ভুক্তভোগীরা যেন উপকৃত হন, সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি।’
ভুক্তভোগীরা অধিকাংশ নিম্ন আয়ের মানুষ উল্লেখ করে ওসি বলেন, ‘কেউ গার্মেন্টসের কর্মী, কেউ রিকশাচালক, আবার কেউ গৃহকর্মী। তাঁরা অনেক কিছু বোঝেন না। তাই না বুঝেই থানার সামনে এসে আজ বেলা ১১টা থেকে ৫০০-৭০০ জন ভুক্তভোগী সমবেত হন। কার কার কাছ থেকে টাকা নিয়েছে আমরা একটি লিস্ট করছি। তবে প্রকৃতপক্ষে কতজন ক্ষতিগ্রস্ত, সেই তালিকা পাওয়া যাচ্ছে না। কত টাকা আত্মসাৎ করেছে, এরও সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।’
এদিকে বিক্ষোভকারীর জানান, প্রায় ৫ হাজার গ্রাহকের ৩০ থেকে ৪০ কোটি টাকা আত্মসাৎ করেছেন গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মালিক আলাউদ্দিন হোসেন। গ্রাহকদের অধিকাংশই নিম্নবিত্তের। দীর্ঘদিন ধরে মুনাফার লোভ দেখিয়ে টাকা নিয়ে আর ফেরত দিচ্ছেন না।
ভুক্তভোগীদের অভিযোগ, মালিক আলাউদ্দিন হোসেন তাঁদের প্রলোভন দেখিয়েছিলেন, ব্যাংকের চেয়ে অনেক বেশি মুনাফা দেবেন। কিন্তু এখন মুনাফা তো দূরের কথা, জমানো টাকাও তিনি ফেরত দিতে পারবেন না বলে জানিয়েছেন।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১৬ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
২৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগে